অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ইন্দোনেশিয়ায় পদক জিতলেন বাংলাদেশের নাফিশা তাবাসসুম

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৫:৫০ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২২ বৃহস্পতিবার  

ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠানরত আইএসএসএফ গ্রাঁ প্রিতে ব্রোঞ্জ পদক পেয়েছেন বাংলাদেশের নাফিশা তাবাসসুম।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে এই পদক পেয়েছেন গত বাংলাদেশ গেমসে স্বর্ণজয়ী এই নারী শ্যুটার। প্রতিযোগিতায় নাফিশা তৃতীয় ধাপে গিয়ে পদক জেতেন।

শেষ ধাপ পর্যন্ত টিকে থেকে রোমানিয়ার লরা জর্জেলা হয়েছেন প্রথম। আন্তর্জাতিক শুটিংয়ে নতুন নিয়ম অনুযায়ী ফাইনালে লরার স্কোর ৪৯। ৪৫.৫ স্কোর করে দ্বিতীয় হয়েছেন ইন্দোনেশিয়ার সালসাবেলা খায়রুন্নেসা। বাংলাদেশের নাফিশার স্কোর ৩৭।

শুটিংয়ের নতুন নিয়মে চারজন করে দুটি সেমিফাইনাল হচ্ছে। ওই দুই সেমিফাইনালের শীর্ষ চারজন খেলেন ফাইনালে। অর্থাৎ পদকের লড়াইয়ে থাকেন চারজন। সেই লড়াইয়ে ১০ নম্বর শটের চতুর্থজন বাদ পড়েন। ইন্দোনেশিয়ার এই প্রতিযোগিতায় চতুর্থ হওয়া সিঙ্গাপুরের শুটারের স্কোর ১৩ দশমিক ৫।

এ ইভেন্টে বাংলাদেশের আরেক নারী শুটার সাজিদা হক বাদ পড়েন সেমিফাইনাল থেকে। তার আগে বাছাই-ই পার হতে পারেননি আতকিয়া হাসান।