অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

দেশে ফেরত পাঠানোর বিরুদ্ধে আপিল আবেদন করতে পারবেন অ্যাসাঞ্জ

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ০৭:৪১ পিএম, ২৪ জানুয়ারি ২০২২ সোমবার  

জুলিয়ান অ্যাসাঞ্জ

জুলিয়ান অ্যাসাঞ্জ

উইকিলিকস-এর প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ এখন চাইলে যুক্তরাজ্যের সর্বোচ্চ আদালতের কাছে তাকে স্বদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া বন্ধ করার আবেদন করতে পারবেন।

সোমবার (১৪ জানুয়ারি) ব্রিটিশ হাই কোর্ট-এর বিচারক জানিয়েছেন ৫০ বছর বয়সী অ্যাসাঞ্জ তার প্রত্যাবর্তনের (এক্সট্রাডিশন) বিরুদ্ধে আপিল করতে পারবেন।

তবে তিনি ডিরেক্ট আপিল করতে পারবেন না, যার অর্থ হচ্ছে সুপ্রিম কোর্ট চাইলে তার আপিল নাও শুনতে পারেন। খবর জানিয়েছে বিবিসি

২০১০ ও ২০১১ সালে মার্কিন সরকারের কয়েক হাজার গোপন নথি ফাঁস করে দেওয়ার কারণে তার বিচার করতে চাইছে যুক্তরাষ্ট্র।

আদালতের এ সিদ্ধান্তকে অ্যাসাঞ্জের বাগদত্তা ও তার দুই সন্তানের জননী স্টেলা মরিস বিজয় হিসেবে বর্ণনা করে বলেছেন, এই মামলায় ন্যায়বিচার পাওয়ার জন্য আমাদেরকে আরও অনেকদূর পাড়ি দিতে হবে।

তিন বছরের বেশি সময় ধরে জুলিয়ান অ্যাসাঞ্জ যুক্তরাজ্যের বেলমার্শ কারাগারে বন্দি আছেন।

প্রসঙ্গত, এর আগে ২০২১ সালের ডিসেম্বর পুরনো এক রায়কে বদলে যুক্তরাজ্যের আদালত জানিয়েছিল চাইলেই যুক্তরাজ্য সরকার অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে ফেরত পাঠাতে পারবে।