অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের আগুন নিয়ন্ত্রণে

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৭:২৭ পিএম, ২৪ জানুয়ারি ২০২২ সোমবার   আপডেট: ০৭:২৯ পিএম, ২৪ জানুয়ারি ২০২২ সোমবার

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডি ব্লকের ১৭ তলা ভবনের ১৪ তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডি ব্লকের ১৭ তলা ভবনের ১৪ তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডি ব্লকের ১৭ তলা ভবনের ১৪ তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ভবনটিতে সোমবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ২১ মিনিটে আগুন ধরার খবর পায় ফায়ার সার্ভিস। ৬টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনার কথা জানায় বাহিনীটি।

এর আগে ফায়ার সার্ভিস সদর দফতরের উপসহকারী পরিচালক শাজাহান শিকদার  আগুন ধরার বিষয়টি জানিয়েছিলেন।

তিনি বলেছিলেন, ফায়ার সার্ভিস খবর পেয়েছে সন্ধ্যা ছয়টা ২১ মিনিটে। এর পরিপ্রেক্ষিতে সদর দফতর থেকে তিনটি এবং পলাশী এলাকা থেকে দুটি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার বলেন,‘শর্টসার্কিট থেকে আগুনে পোড়ার গন্ধ পাওয়া যায়। কিছুটা ধোঁয়া সৃষ্টি হয়।

এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে রোগীদের মধ্যে কিছুটা আতঙ্ক সৃষ্টি হয়।