অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ওমান উপসাগরে ১৭৩ কোটি টাকার মাদক জব্দ করলো ব্রিটিশ নেভি

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ০৫:৪৯ পিএম, ২৪ জানুয়ারি ২০২২ সোমবার  

ওমান উপসাগরে দেড় কোটি পাউন্ড বা ১৭৩ কোটি টাকার বেশি মূল্যের বিভিন্ন রকম অবৈধ মাদকদ্রব্য জব্দ করেছে ব্রিটিশ নৌবাহিনীর জাহাজ এইচএমএস মন্ট্রোজ (ফ্রিগেট)।

কম্বাইন্ড মেরিটাইম ফোর্স (সিএমএফ)-এর অংশ হিসেবে ১০ ঘণ্টা ধরে চলে অপারেশনটি।

জব্দ করা অবৈধ মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৬৬৩ কেজি হেরোইন, ৮৭ কেজি মেথামফেটামিন, ও ২৯১ কেজি হাশিশ ও মারিজুয়ানা।

রয়্যাল মেরিন সেনাদের সহযোগিতায় একটি ছোট নৌযান থেকে এগুলো উদ্ধার করা হয়। এরপর সেগুলো যুদ্ধজাহাজটিতে এনে পরীক্ষা ও ধ্বংস করা হয়।

ওর আগে গত বছর ২.৪ টনের মতো অবৈধ মাদকদ্রব্য জব্দ করেছিল একই জাহাজ।

সূত্র: দ্য ইভিনিং স্ট্যান্ডার্ড