অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ইসিতে দায়িত্ব পাবে মুজিব কোটের মানুষরাই: রিজভী

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৪:৩২ পিএম, ২৪ জানুয়ারি ২০২২ সোমবার  

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

নতুন নির্বাচন কমিশনে আওয়ামী লীগ ঘরানার লোকজনই দায়িত্ব পাবে বলে মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেছেন, এখন যা হচ্ছে সেটি তার আগের রিহার্সাল মাত্র।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সপ্তম মৃত্যুবার্ষিকীতে সোমবার (২৪ জানুয়ারি) বনানীতে তার কবরে শ্রদ্ধা জানিয়ে এমন মন্তব্য করেন রিজভী।

তিনি বলেন, ‘আমরা আগেও বলেছিলাম, মুজিব কোটের মানুষরাই এর দায়িত্ব পাবে। এটি শুধুমাত্র রিহার্সাল চলছে। যেভাবে একতরফাভাবে হুদা কমিশন, রকিব কমিশন গঠন করেছিল, সেই রকম আরেকটি কমিশন গঠন করতে যাচ্ছে তারা।’

নির্বাচন কমিশন গঠন নিয়ে অবশেষে যে আইনের উদ্যোগ নেয়া হয়েছে, সেটিরও সমালোচনা করেন বিএনপি নেতা। বলেন, ‘আইন প্রণয়ন করতে হলে সংসদে বিল পাস করতে হয়। কিন্তু কোন সংসদে পাস করবে? এখন তো একদলীয় ও বাকশালী পার্লামেন্ট। সেখানে যে আইন হবে, তা প্রধানমন্ত্রীর ইচ্ছাই হবে। যে সংসদে জনগণের কোনো অংশগ্রহণ নেই, সে সংসদে আইন পাস হলে তা হবে বাকশালী আইন।’

প্রস্তাবিত আইনে প্রধানমন্ত্রীর ইচ্ছারই প্রতিফলন হচ্ছে বলেও মনে করেন রিজভী।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক হানিফের সাম্প্রতিক এক বক্তব্যের জবাবে তিনি বলেন, ‘আমি আগেও বলেছি, তাদের এবং আমাদের মাঝে পার্থক্য রয়েছে। তারা একটি একদলীয় শাসনব্যবস্থা কায়েম করতে চায়। আর বিএনপি চায় বহুদলীয় গণতন্ত্র। তাদের এবং আমাদের বক্তব্যে তো পার্থক্য থাকবেই।’

২০১৫ সালে প্রবাসে কোকোর মৃত্যু নিয়েও কথা বলেন বিএনপি নেতা। তিনি বলেন, ‘অবরুদ্ধ গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের দাবিতে যখন বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়া নেতৃত্ব দিচ্ছিলেন, তখন সেই গুলশানের বিএনপি কার্যালয় অবরুদ্ধ রাখার জন্য চারিদিকে বালুর ট্রাক, কাঠের ট্রাক রাখা হয়েছিল, গোল মরিচের স্প্রে করা হয়েছিল, তখন প্রবাসে থাকা দেশনেত্রীর ছোট সন্তান আরাফাত রহমান কোকো মার প্রতি এই অন্যায়, অবিচার সহ্য করতে পারেননি। এই কষ্টে মৃত্যুবরণ করেন তিনি।

তিনি বলেন, ‘কোকোর মৃত্যু নিছক একটি মৃত্যুর ঘটনা নয়, বরং সামগ্রিক আন্দোলন, গণতন্ত্র মুক্তি আন্দোলন, জনগণের মুক্তি আন্দোলনে আত্মাহুতি। আমরা যদি গণতন্ত্র পুনরুদ্ধার করে ফিরিয়ে আনতে পারি, তাহলে তার এই আত্মদান সার্থক হবে।’