অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ডিআইজি মিজান ও বাছিরের যুক্তিতর্ক ৩ ফেব্রুয়ারি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৩:০৮ পিএম, ২৪ জানুয়ারি ২০২২ সোমবার  

বরখাস্ত ডিআইজি মিজানুর রহমান ও বরখাস্ত পরিচালক খন্দকার এনামুল বাছির

বরখাস্ত ডিআইজি মিজানুর রহমান ও বরখাস্ত পরিচালক খন্দকার এনামুল বাছির

৪০ লাখ টাকা ঘুষ লেনদেনের অভিযোগের মামলায় পুলিশ বাহিনী থেকে সাময়িক বরখাস্ত ডিআইজি মিজানুর রহমান ও দুদক থেকে সাময়িক বরখাস্ত পরিচালক খন্দকার এনামুল বাছিরে যুক্তিতর্ক উপস্থাপনের তারিখ আগামী ৩ ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত।

সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন দুদক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল। এরপর আসামিপক্ষ যুক্তিতর্ক উপস্থাপনের জন্য সময় আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলমের আদালতে সময় আবেদন মঞ্জুর করে আগামী ৩ ফেব্রুয়ারি আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের তারিখ ধার্য করেন। এসময় এই মামলায় দুই আসামির সর্বোচ্চ সাজার দাবি করেছে দুদক।

এরআগে গত ২৩ ডিসেম্বর মামলাটিতে সাক্ষ্য গ্রহণ শেষ হয়। মামলাটিতে মোট ১৭ সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্য শেষ হয়েছে।

২০১৯ সালের ১৬ জুলাই ডিআইজি মিজান ও বাছিরের বিরুদ্ধে মামলা দায়ের করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক শেখ মো. ফানাফিল্যা। ঘুষ লেনদেনের অভিযোগ পাওয়ার পর দুই প্রতিষ্ঠান থেকেই ডিআইজি মিজান ও এনামুল বাছিরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক খন্দকার এনামুল বাছির ৪০ লাখ টাকা ঘুষ নিয়েছেন বলে অভিযোগ করেন পুলিশের বিতর্কিত এই কর্মকর্তা।