অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

৩০ দিনের মধ্যে বাস স্টপেজে ভাড়ার তালিকা টাঙানোর নির্দেশ হাইকোর্টের

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০১:৫৬ পিএম, ২৪ জানুয়ারি ২০২২ সোমবার   আপডেট: ০১:৫৬ পিএম, ২৪ জানুয়ারি ২০২২ সোমবার

৩০ দিনের মধ্যে বাস স্টপেজে ভাড়ার তালিকা টাঙানোর নির্দেশ হাইকোর্টের

৩০ দিনের মধ্যে বাস স্টপেজে ভাড়ার তালিকা টাঙানোর নির্দেশ হাইকোর্টের

বাসে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে সরকার নির্ধারিত ভাড়া আদায়ে প্রতি বাস স্টপেজে ভাড়ার তালিকা টাঙানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এটা বাস্তবায়ন করতে বলা হয়েছে আগামী ৩০ দিনের মধ্যে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে দেয়া নির্দেশে হাইকোর্ট বলেছেন, আগামী ৩০ দিনের মধ্যে বাস থামার প্রতিটি জায়গায় প্রকাশ্যে ও যাত্রীদের কাছে সহজে দৃশ্যমান স্থানে ভাড়ার তালিকা টাঙানো এবং ইলেকট্রনিক বিলবোর্ডের মাধ্যমে প্রদর্শন করতে হবে।

বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ সোমবার (২৪ জানুয়ারি) এ আদেশ দেয়।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আবু তালেব, তার সঙ্গে ছিলেন মোখলেসুর রহমান ও ব্যারিস্টার মুসতাসীম তানজীর। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

আইনজীবী মো. আবু তালেব বলেন, ‘আদালত এ নির্দেশনার পাশাপাশি রুল জারি করেছেন।’

রুলে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ১২২ ধারা অনুযায়ী, বাস, মিনিবাস তথা গণপরিবহনে ভাড়া বৃদ্ধি সংক্রান্ত বিধিমালা প্রনয়ণ না করার ব্যর্থতা, ভাড়ার তালিকা প্রকাশ্য স্থানে প্রদর্শন এবং যাত্রীদের কাছ থেকে বাস মালিক, কনডাক্টরদের বেশি ভাড়া আদায় বন্ধ করার ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে।

গণপরিবহনে প্রচলিত ওয়ে বিল বাতিল চেয়ে গত ৪ জানুয়ারি হাইকোর্টে রিট করেন আইনজীবী আবু তালেব।

গত ২ ডিসেম্বর সাত দফা দাবি জানিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের (সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ) সচিব, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) এর চেয়ারম্যান, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন অধিদপ্তর (বিআইডব্লিউটিএ) এর চেয়ারম্যানকে আইনি নোটিশ দিয়েছিলেন তিনি। সে রিটের শুনানি নিয়েই এ আদেশ দিয়েছেন আদালত।