অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ভারতে করোনা: টানা পাঁচ দিন ধরে দৈনিক শনাক্ত ৩ লাখের উপরে

স্পটলাইট ডেস্ক

প্রকাশিত: ০১:২৬ পিএম, ২৪ জানুয়ারি ২০২২ সোমবার  

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস ভারতে প্রাণ কেড়েছে ৪৩৯ জনের

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস ভারতে প্রাণ কেড়েছে ৪৩৯ জনের

করোনার বিপর্যস্ত ভারতে বাড়ছে সংক্রমণ। অমিক্রনের প্রভাবের মধ্যেই টানা পাঁচদিন ধরে দেশটিতে তিন লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

সোমবার (২৪ জানুয়ারি) সকাল পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩ লাখ ৬ হাজার ৬৪ জন। যা আগের দিনের চেয়ে ৮ শতাংশ কম। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৯৫ লাখ ৪৩ হাজার ৩২৮ জনে।

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস ভারতে প্রাণ কেড়েছে ৪৩৯ জনের। এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৪ লাখ হাজার ৮৪৮ জনের।

আক্রান্তের সংখ্যা কমলেও গত ২৪ ঘণ্টায় বেড়েছে দৈনিক সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় এ দেশে করোনা পরীক্ষা হয়েছে গত কয়েক দিনের তুলনায় কিছুটা কম। দেশজুড়ে এখন মোট সক্রিয় রোগী ২২ লাখ ৪৯ হাজার ৩৩৫ জন।

নয়াদিল্লিতে সর্বশেষ এক দিনে আরও ৯ হাজার ১৯৭ জন রোগী শনাক্ত হয়েছে। আগের দিনের চেয়ে যা ১৯ শতাংশ কম। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে আরও ৩৫ জনের।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। এরপর তা বিশ্বের অন্য দেশে ছড়িয়ে পড়ে। প্রতিনিয়ত এই ভাইরাসের নতুন ধরন শনাক্ত হচ্ছে। রূপ বদলাচ্ছে করোনা।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। এর পরের অবস্থানে আছে ভারত।