অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

করোনা নিয়ে নতুন আশার বাণী শোনালেন ইউরোপিয়ান বিশেষজ্ঞ 

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ১২:০৪ পিএম, ২৪ জানুয়ারি ২০২২ সোমবার  

মার্কিন শীর্ষ সংক্রামক বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি ভবিষ্যৎবাণী করেছিলেন, অমিক্রণ হলো করোনার শেষের শুরু। আগামী মার্চের মধ্যেই বিশ্বের ৬০ শতাংশ মানুষ করোনাক্রান্ত হবে। মানুষের মাঝে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে এবং এভাবে একসময় করোনা বিদায় নিবে।  

এবার একই রকম আশার বাণী শুনিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউইচও) ইউরোপের প্রধান হান্স ক্লাজ। তিনি বলেন, অমিক্রনের স্ফীতির মাধ্যমে একটি নতুন পর্বে প্রবেশ করেছে কোভিড-১৯। মহামারি একপ্রকারের শেষ পর্যায়ের দিকে এগোচ্ছে এর পক্ষে বেশকিছু প্রমাণ ও যুক্তি রয়েছে। 

তিনি আরও বলেন, আমরা মনে করি চলতি বছরের শেষে কোনো একসময় কোভিড-১৯ ফের তার প্রভাব বাড়াবে। তবে তা যে মহামারি মতো প্রভাব বিস্তার করবে, তেমন না-ও হতে পারে। 

মহামারি শেষ নিয়ে আশার কথা শোনালেও কোভিডবিধি মেনে চলার সতর্কবার্তা দিয়েছেন হান্স। চলতি বছরের শেষ দিকে ফের কোভিডের প্রকোপ বাড়তে পারে বলে ধারণা তার। তবে তা অতিমারির মতো ভয়াবহ রূপ ধারণ করবে না বলে দাবি হান্সের। বরং তা মৌসুমি ফ্লু-র মতো সাধারণ রোগে পরিণত হবে বলে মনে করেন তিনি। 

এদিকে মৃত্যুহার কম হলেও  অমিক্রন নিয়েও হুঁশিয়ার করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম গেব্রেয়েসুস।