অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

নওগাঁয় সড়কে ত্রিমুখী সংঘর্ষ: মৃত্যু বেড়ে ৪ 

ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট, নওগাঁ

প্রকাশিত: ১১:৫৩ এএম, ২৪ জানুয়ারি ২০২২ সোমবার  

নওগাঁর ধামইরহাটে ট্রাক, ট্রাক্টর ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মৃত্যুর সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়ালো।  

গতকাল রবিবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক সড়কে উপজেলার হরিতকীডাঙ্গা বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন উপজেলার জাহানপুর ইউনিয়নের নানাইচ এলাকার মো. গোলজার হোসেনের ছেলে সুফিয়ান (১৮) এবং একই এলাকার মো. মোজাম্মেল হোসেনের ছেলে আবু ছালাম (৩০)।  এ ঘটনায় মারাত্মক আহত হন ওই ইউনিয়নের দক্ষিণ জাহানপুর নামক এলাকার মো. জুয়েল এর ছেলে মো. মিনহাজ (২৪) এবং একই এলাকার হেলাল হোসেনের ছেলে মো. সজল (৩০)। 

তাদের আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত সাড়ে ১২টার দিকে দুজনই মারা যান। 

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হুদা বলেন, গতকাল ধামইরহাটে হাটের দিন ছিল। নিহতরা হাট থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। গতকালই ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়।