অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

করোনার টিকা নিতেই হবে ব্যাংকারদের

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৮:৩৭ পিএম, ২৩ জানুয়ারি ২০২২ রোববার  

এবার ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদেরকে করোনার টিকা গ্রহণ করে সনদ নেয়ার বাধ্যবাধকতা

এবার ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদেরকে করোনার টিকা গ্রহণ করে সনদ নেয়ার বাধ্যবাধকতা

করোনার তৃতীয় ঢেউ ছড়িয়ে পড়ার পর নানা বিধিনিষেধের মধ্যে এবার ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদেরকে করোনার টিকা গ্রহণ করে সনদ নেয়ার বাধ্যবাধকতা আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। তাদের পাশাপাশি ব্যাংকে আসা অবশ্যই মাস্ক পরতে হবে বলেও জানানো হয়েছে।

রবিবার (২৩ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগ থেকে এ সংক্রান্ত্র সার্কুলার জারি করে সব তফসিলী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়।

এতে বলা হয়, ‘সব তফসিলী ব্যাংকের কর্মকর্তা বা কর্মচারীদের টিকা সনদ গ্রহণ করতে হবে। পাশাপাশি ব্যাংকের কর্মী ও আগত সেবাগ্রহীতাদের আবশ্যিকভাবে মাস্ক পরিধানসহ যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।’

টিকা সনদ না থাকলে ব্যাংকে যাওয়ায় কোনো নিষেধাজ্ঞা আছে কি না, এ বিষয়ে কিছু জানানো হয়নি। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা এ বিষয়ে কিছু বলতে পারেননি।

করোনায় ১৩৩ ব্যাংকারের মৃত্যু-

বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে দেখা গেছে, করোনা মহামারি শুরুর পর ২০২১ সালের মে পর্যন্ত দেশের ব্যাংকের ১৩৩ কর্মকর্তা-কর্মচারী মারা গেছেন। আর আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৩৯৯ জন।

এই ১৩৩ কর্মকর্তার মধ্যে সরকারি ব্যাংকগুলোরই ৭৩ জন। আবার সবচেয়ে বেশি মারা গেছেন সোনালী ব্যাংকের কর্মকর্তা। ব্যাংকটি ২৫ জন কর্মকর্তা-কর্মচারীকে হারিয়েছে। আক্রান্তও বেশি হয়েছেন ব্যাংকটির কর্মকর্তারা। গত মে পর্যন্ত ব্যাংকটির ২ হাজার ৭৯৫ কর্মকর্তা-কর্মচারী আক্রান্ত হয়েছেন।

ব্যাংকারদের মৃত্যুর পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, যেসব ব্যাংকে গ্রাহক ভিড় যত বেশি, সেই ব্যাংকের আক্রান্তের সংখ্যাও তত বেশি। পাশাপাশি যেসব ব্যাংক করোনা প্রতিরোধে বেশি ব্যবস্থা নিয়েছে, ওই ব্যাংকের কর্মকর্তারাও নিজেদের বেশি সুরক্ষিত রাখতে পেরেছেন।

২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত দেশে ব্যাংক কর্মকর্তা-কর্মচারী ছিলেন ১ লাখ ৮৩ হাজার ২০৬ জন। আর গত মে পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৩৯৯ জন। ফলে ব্যাংকের জনবলের প্রায় ১৪ শতাংশই করোনায় আক্রান্ত হয়েছেন।