অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

করোনাভাইরাস: বাংলাদেশ

২৪ ঘন্টায় শনাক্ত ১০৯০৬, হার ৩০ শতাংশ ছাড়ালো

স্পটলাইট ডেস্ক

প্রকাশিত: ০৫:১৮ পিএম, ২৩ জানুয়ারি ২০২২ রোববার   আপডেট: ০৫:২৭ পিএম, ২৩ জানুয়ারি ২০২২ রোববার

করোনায় এ পর্যন্ত দেশে ২৮ হাজার ২২৩ জনের মৃত্যু হয়েছে

করোনায় এ পর্যন্ত দেশে ২৮ হাজার ২২৩ জনের মৃত্যু হয়েছে

দেশে করোনার তৃতীয় ঢেউয়ে গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা কমলেও শনাক্তের সংখ্যা ১০ হাজার পেরিয়েছে। সেইসঙ্গে দৈনিক শনাক্তের হারও ৩০ ছাড়ালো।

রবিবার (২৩ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে,৩৪ হাজার ৮৫৪ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১০ হাজার ৯০৬ জনের। গতকাল শনিবার এই সংখ্যা ছিল ৯,৬১৪ এবং শুক্রবার ১১,৪৩৪।

**২৪ ঘন্টায় শনাক্ত ৯৬১৪, মৃত্যু বেড়ে ১৭

এছাড়া, শনাক্তের হার রবিবার ৩১.২৯ শতাংশ। শনিবার ছিল ২৮.০২, শুক্রবার ২৮.৪৯ শতাংশ।

এদিকে গত একদিনে দেশে করোনায় মারা গেছেন ১৪ জন। শনিবার এই সংখ্যা ছিল ১৭, শুক্রবার মারা যান ১২।

করোনায় এ পর্যন্ত দেশে ২৮ হাজার ২২৩ জনের মৃত্যু হয়েছে। শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৮৫ হাজার ১৩৬।

২৪ ঘণ্টায় মৃত্যু: ১৪
মোট মৃত্যু: ২৮ হাজার ২২৩
শনাক্ত: ১০ হাজার ৯০৬
মোট শনাক্ত: ১৬ লাখ ৮৫ হাজার ১৩৬
নমুনা পরীক্ষা (অ্যান্টিজেন টেস্টসহ): ৩৪ হাজার ৮৫৪
শনাক্তের হার: ৩১.২৯ শতাংশ
সুস্থ: ৭৮২
মোট সুস্থ: ১৫ লাখ ৫৬ হাজার ৮৬১

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, ১১ জনের মৃত্যু হয়েছে সরকারি হাসপাতালে। এছাড়া ৩ জন মারা যান বেসরকারি হাসপাতালে।

বিভাগভিত্তিক মৃত্যু-
ঢাকা: ৫
চট্টগ্রাম: ২
রাজশাহী: ০
খুলনা: ১
বরিশাল: ১
সিলেট: ২
রংপুর: ১
ময়মনসিংহ: ২

রবিবারও পুরুষের তুলনায় নারীর মৃত্যু বেশি

পুরুষ: ৬ জন
নারী: ৮ জন

বয়সভিত্তিক বিশ্লেষণে, মৃত ব্যক্তিদের মধ্যে ২ জনের বয়স ৮১-৯০ এর মধ্যে। ৭১-৮০ এর মধ্যে ১ জন, ৫ জন ৬১-৭০  এর মধ্যে। এছাড়া ৪ জনের বয়স ৫১-৬০ এর মধ্যে। এবং ১ জন করে আছেন ৪১-৫০ এবং ৩১-৪০ এর মধ্যে।