অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

টুইটারে এখন থেকে প্রোফাইল পিকচার হিসেবে রাখা যাবে এনএফটি

সাই-টেক ডেস্ক

প্রকাশিত: ১২:৪০ পিএম, ২৩ জানুয়ারি ২০২২ রোববার  

টুইটারে এখন থেকে ব্যবহারকারীরা চাইলে প্রোফাইল পিকচার হিসেবে নিজেদের মালিকানাধীন এনএফটি ব্যবহার করতে পারবে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) এ ঘোষণা দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমটি। তবে প্রাথমিকভাবে কেবল আইওএস ব্যবহারকারীরাই এ সুবিধাটি পাবেন।

আইওএস-এর সব ব্যবহারকারীরা কিন্তু এ সুবিধাটি পাবেন না। যারা টুইটারের ব্লু সাবস্ক্রাইবার তারাই কেবল নিজেদের এনএফটি প্রোফাইল পিকচার হিসেবে দেখাতে পারবেন।

ব্লু সাবস্ক্রাইবারেরা টুইটারের বাড়তি কিছু সুবিধা পান। তবে এর জন্য মাসে ২.৯৯ ডলার পরিশোধ করতে হয়।

টুইটারে এনএফটি ব্যবহার করতে হলে জেপিইজি ও পিএনজি ফরম্যাট-এর ছবি হতে হবে। এবং সেটি ইথেরেয়াম ব্লকচেইন-এর মাধ্যমে তৈরি করতে হবে।

এছাড়া টুইটার অ্যাকাউন্টটিকে ব্যবহারকারীর ক্রিপ্টো-ওয়ালেটের সাথে সংযুক্ত করতে হবে।

সূত্র: বিজিআর