অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পুলিশ এখন প্রযুক্তিজ্ঞান সম্পন্ন বাহিনী: প্রধানমন্ত্রী 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৫৭ এএম, ২৩ জানুয়ারি ২০২২ রোববার  

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বর্তমানে পুলিশের অপরাধ তদন্তে অত্যাধুনিক প্রযুক্তির সন্নিবেশ ঘটানো হয়েছে। তাই বর্তমানে পুলিশ প্রযুক্তিজ্ঞান সম্পন্ন বাহিনীতে উন্নীত হয়েছে।  

রবিবার (২৩ জানুয়ারি) পুলিশ সপ্তাহ উদ্বোধন শেষে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে গণভবন থেকে সরাসরি যুক্ত হন তিনি।  

এ সময় তিনি প্যারেডে  পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের সুশৃঙ্খল ও অভিবাদন গ্রহণ করেছেন। 

 পুলিশের মানবিক কাজের প্রশংসায় প্রধানমন্ত্রী বলেন, করোনার প্রকোপের সময় যেখানে আত্মীয়-স্বজনরা দূরে চলে গেছে, সেখানে পুলিশ বাহিনী ওইসব রোগীদের পাশে দাঁড়িয়েছে। তারা মরদেহ দাফনের দায়িত্ব নিয়েছে। 

তিনি আরও বলেন, বিএনপি দেশকে অস্থিতিশীল করতে আগুন সন্ত্রাসে নামে। তারা পুলিশের ওপর হামলা করেছে। বহু সাধারণ মানুষের ওপর আক্রমণ করে হত্যা পর্যন্ত করেছে। এমন ক্রান্তিলগ্নে পুলিশ বাহিনী সামনে থেকে আগুন সন্ত্রাসকে মোকাবেলা করে দেশ ও দেশের মানুষকে রক্ষা করেছে। এ জন্য পুলিশকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। 

বার্ষিক পুলিশ প্যারেডে অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেন পুলিশ সুপার মো. ছালেহ উদ্দিন। তার নেতৃত্বে বিভিন্ন কন্টিনজেন্টের পুলিশ সদস্যরা প্যারেডে অংশ নিয়েছেন। 

এদিকে সকালে প্রধানমন্ত্রীর নির্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দৃষ্টিনন্দন প্যারেড পরিদর্শন করেন।