অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বিটকয়েনের দাম কমে অর্ধেকে

সাই-টেক ডেস্ক

প্রকাশিত: ১০:১১ পিএম, ২২ জানুয়ারি ২০২২ শনিবার  

বিটকয়েনের দাম পড়ে অর্ধেকে নেমে এসেছে। শনিবার (২২ জানুয়ারি) এ দরপতন ঘটে।

ছয়মাসের মধ্যে এত বড় দরপতন ঘটলো ডিজিটাল এ মুদ্রাটির।

শনিবার এর দাম কমতে কমতে ৩৫ হাজার ডলারে নেমে আসে। শীর্ষ মূল্যের চেয়ে এ দাম এখন অর্ধেকে নেমে এসেছে। ২০২১ সালের জুলাই মাসের পর এভাবে দাম কমলো ক্রিপ্টোকারেন্সিটির।

অন্যান্য ক্রিপটো মুদ্রাগুলোরও দাম কমের দিকে। ইথেরেয়াম, সোলানা, ও কার্ডানো নামের ডিজিটাল কয়েনগুলোরও দাম কমেছে।

সূত্র: দ্য ফাইনান্সিয়াল টাইমস