অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মক্কা-মদিনায় যুক্ত হচ্ছে ইন্টারেক্টিভ স্ক্রিন, সহজে চেনা যাবে পথ 

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ০৩:২০ পিএম, ২২ জানুয়ারি ২০২২ শনিবার  

বিদেশি হজযাত্রীদের জন্য অনেকদিন ধরেই নতুন নতুন সব পরিষেবা চালু করছে সৌদি আরব সরকার। এবার মুসল্লীদের সুবিধার্থে দিক নির্দেশনার জন্য অত্যাধুনিক প্রযুক্তির ইন্টারেক্টিভ স্ক্রিন পদ্ধতি চালু করা হচ্ছে।  

আরব নিউজের খবরে জানা যায়,  ইন্টারেক্টিভ স্ক্রিন পদ্ধতিতে পবিত্র মসজিদুল হারামের মানচিত্র এবং বিভিন্ন সুবিধা-সেবা সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে। যেখানে ছয় ভাষায় পথনির্দেশনা পাবে তীর্থযাত্রীরা।  

ইন্টারেক্টিভ স্ক্রিন ব্যবহারকারী নিজেরে অবস্থান থেকে গন্তব্যস্থলে পৌঁছার পথ দেখা পাবে।এছাড়াও কিউআর কোড ব্যবহার করে ব্যবহারকারী নিজের ডিভাইস থেকে পথনির্দেশনা অনুসরণ করতে পারবেন।   

এর আগে বিভিন্ন ভাষায় অনুবাদ সেবা সম্প্রচার চালু করা হয়। ২০২০ সালে হজে আরাফার ময়দানে প্রদত্ত খুতবা বাংলাসহ ১০ ভাষায় সরাসরি অনুবাদ করা  হয়। 

এছাড়াও প্রতি শুক্রবার জুমার খুতবা পাঁচ ভাষায় অনুবাদ করা হচ্ছে। দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য চালু হয় ইশারা ভাষায় পবিত্র কোরআনের অনুবাদ। এছাড়া আছে রোবটের সাহায্যে জমজমের পানি বিতরণ, রোবটের সাহায্যে মুসল্লিদের প্রশ্নের উত্তর প্রদানসহ অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার।