অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আশ্বাসে নীলক্ষেত ছাড়লেন সাত কলেজের শিক্ষার্থীরা 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০১:৫৩ পিএম, ২২ জানুয়ারি ২০২২ শনিবার  

শিক্ষকরা দ্রুত পরীক্ষা নেওয়ার আশ্বাস দেওয়ার পর নীলক্ষেত ছেড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ডিগ্রির শিক্ষার্থীরা।

শনিবার (২২ ডিসেম্বর) বেলা ১১টায় নীলক্ষেত মোড় থেকে অবরোধ প্রত্যাহার করেন তারা। 

এদিন সকালের ডিগ্রির শেষ পরীক্ষা ছিল। কিন্তু শিক্ষার্থীরা হলে উপস্থিত হয়ে দেখেন আজ পরীক্ষা হবে না। পরে তারা বিক্ষোভ শুরু করেন।  ফলে মুহূর্তেই বন্ধ হয়ে যায় যান চলাচল।  

এরপর বেলা পৌনে ১১টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসেন ইডেন মহিলা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক খায়রুল বাসারসহ বেশ কয়েকজন শিক্ষক। 

এ সময় শিক্ষকরা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে অসমাপ্ত পরীক্ষাটি দ্রুত নেওয়ার আশ্বাস দেন এবং জনভোগান্তি বিবেচনায় অবরোধ তুলে নিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান৷ পরে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।