অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

৩ দিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৪৬ এএম, ২২ জানুয়ারি ২০২২ শনিবার   আপডেট: ১১:৫০ এএম, ২২ জানুয়ারি ২০২২ শনিবার

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী  তিন দিনের মধ্যে বৃষ্টি হতে পারে। এসময় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। 

২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে, সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আভাস রয়েছে। 

এছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরপশ্চিমাঞ্চল এবং নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। 

শুক্রবার বদলগাছিতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ ছাড়া ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস, 

ময়মনসিংহে ১২ দশমিক ৮, চট্টগ্রামে ১৫ দশমিক ৩, সিলেটে ১৪ দশমিক ৬, রাজশাহীতে ১০ দশমিক ৪ ডিগ্রি, রংপুরে ১১ দশমিক ২, খুলনায় ১৩ দশমিক ৫ এবং বরিশালে ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।