অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

এবার শূকরের কিডনি পেলো মানুষ

সাতরং ডেস্ক

প্রকাশিত: ০৮:০০ পিএম, ২১ জানুয়ারি ২০২২ শুক্রবার  

মার্কিন যুক্তরাষ্ট্রের আলাবামা'র বার্মিংহাম-এ অবস্থিত আলাবামা বিশ্ববিদ্যালয়ের শল্যচিকিৎসকেরা প্রথমবারের মতো সফলভাবে একটি জিনগতভবে পরিবর্তিত শূকরের কিডনি মানবদেহে স্থাপন করেছেন।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) এ ঘোষণা দেওয়া হয়। ওই কিডনিটি স্থাপন করা হয়েছে ৫৭ বছর বয়সী একজন ব্রেইন-ডেড মানুষের শরীরে।

এর আগে জানুয়ারি মাসে মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকেরা জিনগতভাবে পরিবর্তিত একটি শূকরের হৃৎপিণ্ড একজন ব্যক্তির দেহে স্থাপন করেছিলেন। এবার শূকরের কিডনি পেলো কোনো মানুষ।

তবে কিডনি স্থাপনটি করা হয়েছে ২০২১ সালের সেপ্টেম্বর মাসে। জিম পারসনস নামের ওই রোগীকে ভেন্টিলেটরের মাধ্যমে বাঁচিয়ে রাখা হয়েছে। এছাড়া ওই কিডনিটি তার শরীরের বাইরে স্থাপন করা হয়েছে। ওই কিডনি স্বাভাবিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

সেদিক থেকে মানবদেহে প্রথমবারের মতো শূকরের অঙ্গ স্থাপন এই কিডনি দিয়েই হলো। যদিও এর আগে ওই হার্ট-ট্রান্সপ্ল্যান্টকেই প্রথমবার হিসেবে বলা হয়েছিল।

এ কিডনি স্থাপনের নেতৃত্বে ছিলেন ডক্টর জেইমি লক। তিনি বলেন মানুষ থেকে মানুষে কিডনি প্রতিস্থাপন পদ্ধতি অবলম্বন করেই শূকরের কিডনিটি স্থাপন করা হয়েছে।

সূত্র: দ্য নিউ ইয়র্ক টাইমস