অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

একদিনে শনাক্ত বেড়ে ১১৪৩৪, মৃত্যু ১২

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৬:৪২ পিএম, ২১ জানুয়ারি ২০২২ শুক্রবার   আপডেট: ০৬:৪৩ পিএম, ২১ জানুয়ারি ২০২২ শুক্রবার

করোনার নতুন ধরন অমিক্রনের প্রভাবে দেশে সংক্রমণ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) দেশে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১১ হাজার ৪৩৪ জন। 

করোনায় এ পর্যন্ত দেশে ২৮ হাজার ১৯২ জনের মৃত্যু হয়েছে; শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৬৪ হাজার ৬১৬ জনে। শুক্রবার (২১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গত ২৪ ঘন্টায় ৪০ হাজার ১৩৪ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার ২৮.৪৯। 

২৪ ঘণ্টায় মৃত্যু: ১২
মোট মৃত্যু: ২৮ হাজার ১৯২
শনাক্ত: ১১ হাজার ৪৩৪
মোট শনাক্ত: ১৬ লাখ ৬৪ হাজার ১৮২
নমুনা পরীক্ষা (অ্যান্টিজেন টেস্টসহ): ৪০ হাজার ১৩৪
শনাক্তের হার: ২৮.৪৯ শতাংশ
সুস্থ: ৭৫২
মোট সুস্থ: ৫৪ লাখ ৫৫ হাজার ৫৯৭

আরও পড়ুন: মৃত্যু কমলেও শনাক্ত ছাড়ালো ১০ হাজার, হার ২৬ শতাংশের ওপরে

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, ৮ জনের মৃত্যু হয়েছে সরকারি হাসপাতালে। এছাড়া ৪ জন মারা যান বেসরকারি হাসপাতালে

বিভাগভিত্তিক মৃত্যু-
ঢাকা: ৬
চট্টগ্রাম: ১
রাজশাহী: ০
খুলনা: ১
বরিশাল: ০
সিলেট: ২
রংপুর: ১
ময়মনসিংহ: ১

শুক্রবার নারীর তুলনায় পুরুষের মৃত্যু বেশি

পুরুষ: ৭ জন
নারী: ৫ জন