অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

টি-টোয়েন্টি বিশ্বকাপ: ভারত-পাকিস্তানের গ্রুপে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১১:৩৬ এএম, ২১ জানুয়ারি ২০২২ শুক্রবার  

গত অক্টোবরেই শেষ হয়েছে এক টি-টোয়েন্টি বিশ্বকাপ। চার মাস পার না হতেই আবারও বেজে উঠলো আরেক বিশ্বকাপের দামামা। অস্ট্রেলিয়ায় হতে চলা সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি। 

গেল আসরেও বাংলাদেশকে খেলতে হয়েছিল ‘প্রাথমিক পর্ব’। তবে বাড়তি ম্যাচের সে ঝক্কি থাকছে না এবার। বাংলাদেশ এবার সরাসরি খেলবে সুপার টুয়েলভে। গেল টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ শেষে বিশ্বর‍্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থাকাতেই নিশ্চিত হয়ে গিয়েছিল বিষয়টা।

বাংলাদেশ পড়েছে সুপার টুয়েলভেল গ্রুপ টু’তে। যেখানে টাইগারদের সঙ্গী দক্ষিণ আফ্রিকা, ভারত ও পাকিস্তান এবং প্রাথমিক পর্ব থেকে উঠে আসা দুই দল। 

বহুল কাঙ্খিত ভারত বনাম পাকিস্তান ম্যাচ মাঠে গড়াবে ২৩ অক্টোবর। ২৪ অক্টোবর হোবার্টে বাংলাদেশের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ হিসেবে থাকবে ‘এ’ গ্রুপের রানার্সআপ দল। ২৭ অক্টোবর সিডনিতে দক্ষিণ আফ্রিকার মোকাবেলা করবে টাইগাররা।

৩০ অক্টোবর ব্রিসবেনে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দলের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। পরের দুটি ম্যাচ অ্যাডিলেইডে। ২ নভেম্বর ভারত এবং ৬ নভেম্বর পাকিস্তানের মোকাবেলা করবে রিয়াদ বাহিনী