অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

করোনাভাইরাস: বাংলাদেশ

মৃত্যু কমলেও শনাক্ত ছাড়ালো ১০ হাজার, হার ২৬ শতাংশের ওপরে

স্পটলাইট ডেস্ক

প্রকাশিত: ০৫:০১ পিএম, ২০ জানুয়ারি ২০২২ বৃহস্পতিবার   আপডেট: ০৫:১০ পিএম, ২০ জানুয়ারি ২০২২ বৃহস্পতিবার

গত একদিনে দেশে করোনায় মারা গেছেন ৪ জন

গত একদিনে দেশে করোনায় মারা গেছেন ৪ জন

বেড়েই চলছে করোনার সংক্রমণ। প্রায় দুই বছর ধরে চলা করোনা মহামারিতে দেশে এর আগে কম সময়ে এত দ্রুত রোগী বাড়তে দেখা যায়নি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের কেউ কেউ মনে করেন, দেশে করোনার তৃতীয় ঢেউ মাত্র শুরু হয়েছে। সংক্রমণ নিয়ন্ত্রণে উদ্যোগ না নিলে পরিস্থিতি আরও ভয়ানক হবে। গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা কমলেও শনাক্ত দশ হাজার ছাড়িয়েছে। 

**একদিনে শনাক্তের হার ২৫ শতাংশের বেশি, মৃত্যু ১২

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, দেশে গত ২৪ ঘন্টায় ৪১ হাজার ২৯২ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১০ হাজার ৮৮৮ জনের। গতকাল বুধবার এই সংখ্যা ছিল ৯ হাজার ৫০০।

এছাড়া, শনাক্তের হার বৃহস্পতিবার ২৬.৩৭ শতাংশ। বুধবার ছিল ২৫.১১ শতাংশ।

এদিকে গত একদিনে দেশে করোনায় মারা গেছেন ৪ জন। বুধবার এই সংখ্যা ছিল ১২।

করোনায় এ পর্যন্ত দেশে ২৮ হাজার ১৮০ জনের মৃত্যু হয়েছে। শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৫৩ হাজার ১৮২। 

২৪ ঘণ্টায় মৃত্যু: ৪
মোট মৃত্যু: ২৮ হাজার ১৮০
শনাক্ত: ১০ হাজার ৮৮৮
মোট শনাক্ত: ১৬ লাখ ৫৩ হাজার ১৮২
নমুনা পরীক্ষা (অ্যান্টিজেন টেস্টসহ): ৪১ হাজার ২৯২
শনাক্তের হার: ২৬.৩৭ শতাংশ
সুস্থ: ৫৭৭
মোট সুস্থ: ৫৪ লাখ ৫৪ হাজার ৮৪৫

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, ৪ জনেরই মৃত্যু হয়েছে সরকারি হাসপাতালে।

বিভাগভিত্তিক মৃত্যু-
ঢাকা: ২
চট্টগ্রাম: ২
রাজশাহী: ০
খুলনা: ০
বরিশাল: ০
সিলেট: ০
রংপুর: ০
ময়মনসিংহ: 

বৃহস্পকিবার করোনায় নারীর মৃত্যু বেশি হয়েছে।
পুরুষ: ১
নারী: ৩

বয়সভিত্তিক বিশ্লেষণে, মৃত ব্যক্তিদের মধ্যে ৭১-৮০ এবং ৬১-৭০  এর মধ্যে এক জন করে আছেন। এছাড়া আর ১ জন করে ৩১-৪০ এবং ২১-৩০ এর মধ্যে।