অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

অনশনরত এক শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট, শাবিপ্রবি

প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ২০ জানুয়ারি ২০২২ বৃহস্পতিবার   আপডেট: ০৩:৩৪ পিএম, ২০ জানুয়ারি ২০২২ বৃহস্পতিবার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবিতে অনশনরত এক শিক্ষার্থী অসুস্থ হলে তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। 

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সে শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ শিক্ষার্থী কাজল দাস বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থী।

অনশনস্থলে প্রাথমিক চিকিৎসা শেষে দুপুর একটার দিকে অ্যাম্বুল্যান্সযোগে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আর্কিটেকচার বিভাগের শিক্ষার্থী সাদিয়া আফরীন এ তথ্য নিশ্চিত করেছেন।

শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনায় উপাচার্যকে দায়ী করে শিক্ষার্থীরা চতুর্থদিনের মতো অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। বুধবার (১৯ জানুয়ারি) বিকেল ৩টা থেকে উপাচার্যের বাসভবনের সামনে আমরণ অনশন শুরু করেন বিভিন্ন বিভাগের ২৪ জন শিক্ষার্থী।