অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

শান্তি মিশনে র‍্যাবকে নিষিদ্ধ করার আহবান মানবাধিকার ১২ সংস্থার

অপরাজেয় বাংলা ডেস্ক

প্রকাশিত: ০২:৪৬ পিএম, ২০ জানুয়ারি ২০২২ বৃহস্পতিবার  

জাতিসংঘের শান্তি মিশনে বাংলাদেশের র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-কে নিষিদ্ধ করার আহবান জানিয়েছে আন্তর্জাতিক ১২টি মানবাধিকার সংস্থা। জাতিসংঘের আন্ডার সেক্রেটারি-জেনারেল জিন-পিয়েরে ল্যাক্রোইক্সের কাছে একটি চিঠির মাধ্যমে এই আহবান জানানো হয়েছে।

এইচআরডাব্লিউ তাদের ওয়েবসাইটে বৃহস্পতিবার (২০ জানুয়ারি) এক প্রতিবেদনে এই খবর দিয়েছে।

এই মানবাধিকার সংস্থাগুলো ব্যাপকভাবে র‌্যাবের নির্যাতনের ঘটনা নথিভুক্ত করেছে। জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরাও নির্যাতন, জোরপূর্বক গুম এবং অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে র‍্যাব সদস্যদের জড়িত থাকার অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

জাতিসংঘের শান্তিরক্ষা অপারেশন বিভাগ এখনও এই চিঠির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। গত ৮ নভেম্বর এই চিঠি পাঠানো হয়েছিল।

রবার্ট এফ কেনেডি মানবাধিকার এর সভাপতি কেরি কেনেডি বলেছেন, ‘জাতিসংঘ মহাসচিব গুতেরেস যদি জাতিসংঘের শান্তিরক্ষীদের হাতে মানবাধিকার লঙ্ঘন বন্ধ করার বিষয়ে সিরিয়াস হয়ে থাকেন তাহলে তিনি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মতো ইউনিটগুলোকে শান্তি মিশনে মোতায়েন থেকে বাদ দেওয়ার বিষয়টি নিশ্চিত করবেন। কারণ তাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হয়েছে’।

যে প্রতিষ্ঠানগুলো ওই চিঠিতে স্বাক্ষর করেছে তারা হলো:

১. অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

২. গুমের বিরুদ্ধে এশিয়ান ফেডারেশন

৩. এশিয়ান ফোরাম ফর হিউম্যান রাইটস অ্যান্ড ডেভেলপমেন্ট

৪. এশিয়ান মানবাধিকার কমিশন

৫. মুক্ত নির্বাচনের জন্য এশিয়ান নেটওয়ার্ক

৬. মৃত্যুদণ্ড ন্যায়বিচার প্রকল্প

৭. সিভিকাস: নাগরিকদের অংশগ্রহণের জন্য বিশ্ব জোট

৮. হিউম্যান রাইটস ওয়াচ

৯. আন্তর্জাতিক মানবাধিকার ফেডারেশন

১০. রবার্ট এফ কেনেডি মানবাধিকার

১১. মানবাধিকারের জন্য আইনজীবী

১২. নির্যাতনের বিরুদ্ধে বিশ্ব সংস্থা