অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ইউক্রেন আক্রমণ করলে ‘বিপর্যয়’দেখবে রাশিয়া: বাইডেন

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ১১:৫৬ এএম, ২০ জানুয়ারি ২০২২ বৃহস্পতিবার   আপডেট: ১২:০০ পিএম, ২০ জানুয়ারি ২০২২ বৃহস্পতিবার

জো বাইডেন ও ভ্লামিদির প্লুতিন

জো বাইডেন ও ভ্লামিদির প্লুতিন

অনেকদিন ধরেই ইউক্রেন সীমান্তে নিজেদের সেনা ঘাটি তৈরির অভিযোগ উঠছে রাশিয়ার বিরুদ্ধে। এবার যুক্তরাষ্ট্র বলছে, যুদ্ধের সব প্রস্তুতি সম্পন্ন করেছে রাশিয়া। যে কোন সময় শুরু হতে পারে হামলা। 

মার্কিন গণমাধ্যম সিএনএন এক অনুসন্ধানী প্রতিবেদনেও জানানো হয়, ইউক্রেন সীমান্তে বাহিনীর গোছানোর কাজ প্রায় সম্পন্ন করেছে রাশিয়া। রুশ এই বাহিনী যেকোনো সময় হামলা চালাতে পারে ইউক্রেনে।

এদিকে এই ঘটনায় বসে নেই মার্কিন যুক্তরাষ্ট্রও। দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন হুঁশিয়ারি দিয়ে বলেন, হামলা চালালে ‘বিপর্যয়’ দেখবে মস্কো। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য হিল।

বাইডেন বলেন, ‘রাশিয়া যদি ইউক্রেন আক্রমণ করে তাহলে আপনারা সবাই দেখবেন যুক্তরাষ্ট্র কি করে। তাই বিষয়টি পুরো বিষয়টি নির্ভর করছে রাশিয়ার পদক্ষেপের ওপর।’

বাইডেন আরও বলেন, আমি পরিষ্কার করে বলতে চাই, ইউক্রেনে হামলা হলে রাশিয়ার ওপর যেই নিষেধাজ্ঞা আরোপ হবে তাতে দেশটির ডলার লেনদেনে বড় আকারের ক্ষতি হবে। মার্কিন যুক্তরাষ্ট্রেও এর নেতিবাচক প্রভাব পড়বে। সেইসঙ্গে ইউরোপের অর্থনীতিতেও। কিন্তু রাশিয়ার জন্য যা হবে তা হচ্ছে ‘বিপর্যয়’।