অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

অনশনে অনড় শিক্ষার্থীরা, শিক্ষকদের আলোচনার প্রস্তাব নাকচ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট, শাবিপ্রবি

প্রকাশিত: ১১:৩৩ এএম, ২০ জানুয়ারি ২০২২ বৃহস্পতিবার  

অনশন শুরুর প্রায় একদিন পার হতে চললেও নিজেদের সিদ্ধান্তে অনড় আছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তির (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। এদিকে শিক্ষকদের আলোচনার প্রস্তাব নাকচ করে দিয়েছেন তারা।

বুধবার (১৯ জানুয়ারী) রাতে শাবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলামের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষক ভিসির বাস ভবনের সামনে অনশনরত শিক্ষার্থীদের কাছে আসেন। তারা অনশন ভাঙ্গানো এবং শিক্ষার্থীদের সাথে কথা বলার প্রস্তাব দেন। 

এসময় শিক্ষার্থীরা একে অপরের কাছে ভিসির পদত্যাগের দাবির বিষয়ে সবাই একমত কি না সেই বিষয়ে জানতে চাইলে সবাই হ্যাঁ সূচক জবাব দেন। পরে ভিসির পদত্যাগের দাবির বিষয়ে কোষাধ্যক্ষ কোনো উত্তর না দেওয়ায় শিক্ষকদের কথা বলার সুযোগ দেননি শিক্ষার্থীরা । প্রায় আড়াই ঘন্টা পর শিক্ষকরা অনশনস্থল ত্যাগ করেন।

রবিবার (১৬ জানুয়ারি) শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার পর থেকেই শিক্ষার্থীরা ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদসহ প্রক্টরিয়াল বডি এবং ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালকের পদত্যাগের পাশাপাশি পুলিশের দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে। পদত্যাগের ঘোষণা না আসায় ২৪ জন শিক্ষার্থী বুধবার বেলা ৩টা থেকে আমরণ অনশন শুরু করেন এবং পদত্যাগ না করা পর্যন্ত তারা অনশন চালিয়ে যাবেন মর্মে ঘোষণা দেন।

এদিকে, রাত পৌনে ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ছাড়াও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তুলশি কুমার দাশের নেতৃত্বে সিন্ডিকেট সদস্য, অনুষদের ডিন, বিভাগের প্রধানসহ প্রায় শতাধিক শিক্ষক ভিসির বাস ভবনের সামনে আসেন। অনশনস্থলে এসে তারা শিক্ষার্থীদের সাথে সহমর্মিতা প্রকাশ করেন এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করেন। কিন্তু, ভিসির পদত্যাগের বিষয়ে কিছু না বলায় শিক্ষকদের কথা শিক্ষার্থীরা শুনেনি। এসময় শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের শ্লোগান দিতে থাকেন।