অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

একদিনে শনাক্তের হার ২৫ শতাংশের বেশি, মৃত্যু ১২

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৪:৩৯ পিএম, ১৯ জানুয়ারি ২০২২ বুধবার   আপডেট: ১০:১১ পিএম, ১৯ জানুয়ারি ২০২২ বুধবার

দেশে করোনা শনাক্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায় বেড়েছে মৃত্যুর সংখ্যাও। একই সঙ্গে বেড়েছে শনাক্তের হারও। 

বুধবার (১৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, দেশে গত ২৪ ঘন্টায় ৩৭ হাজার ৮৩০ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৯ হাজার ৫০০ জনের। গতকাল মঙ্গলবার এই সংখ্যা ছিল ৮ হাজার ৪০৭।

এছাড়া, শনাক্তের হার বুধবার ২৫.১১ শতাংশ। মঙ্গলবার ছিল ২৩.৯৮ শতাংশ।

এদিকে গত একদিনে দেশে করোনায় মারা গেছেন ১২ জন। মঙ্গলবার এই সংখ্যা ছিল ১০।

আরও বেশি: শনাক্ত বেড়ে ৮৪০৭, হার ২৩.৯৮%

করোনায় এ পর্যন্ত দেশে ২৮ হাজার ১৭৬ জনের মৃত্যু হয়েছে। শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৪২ হাজার ২৯৪। 

২৪ ঘণ্টায় মৃত্যু: ১০
মোট মৃত্যু: ২৮ হাজার ১৭৬
শনাক্ত: ৯ হাজার ৫০০
মোট শনাক্ত: ১৬ লাখ ৪২ হাজার ২৯৪
নমুনা পরীক্ষা (অ্যান্টিজেন টেস্টসহ): ৩৭ হাজার ৮৩০
শনাক্তের হার: ২৫.১১ শতাংশ
সুস্থ: ৪৭৩
মোট সুস্থ: ১৫ লাখ ৫৪ হাজার ২৬৮

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, ৮ জনের মৃত্যু হয়েছে সরকারি হাসপাতালে এবং ৩ জন মারা গেছেন বেসরকারি হাসপাতালে। এছাড়া একজনের মৃত্যু হয়েছে বাসায়। 

বিভাগভিত্তিক মৃত্যু-
ঢাকা: ৮
চট্টগ্রাম: ২
রাজশাহী: ১
খুলনা: 
বরিশাল: ০
সিলেট: ১
রংপুর: ০
ময়মনসিংহ: 

বুধবার করোনায় পুরুষের মৃত্যু বেশি হয়েছে।
পুরুষ: ১০
নারী: ২

বয়সভিত্তিক বিশ্লেষণে, মৃত ব্যক্তিদের মধ্যে ৮১-৯০ এবং ৭১-৮০ এবং ৬১-৭০ বছর বয়সী ২ জন করে মৃত্যু হয়েছে। এছাড়া ৫১-৬০ বছর বয়সী ৬ জনের মৃত্যু হয়েছে।