অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

কাতার বিশ্বকাপে ৩২৫০ জন নিরাপত্তা কর্মকর্তা পাঠাবে তুরস্ক

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ০৩:০২ পিএম, ১৯ জানুয়ারি ২০২২ বুধবার  

এ বছরের নভেম্বর মাসে শুরু হতে যাওয়া কাতার বিশ্বকাপ ফুটবল উপলক্ষে দেশটিতে ৩২৫০ জন নিরাপত্তা কর্মকর্তা পাঠাবে পুরস্ক।

তুরস্কের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী সুলেমান সয়লু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানিয়েছেন তুরস্ক কাতারের নিরাপত্তা সদস্যদের প্রশিক্ষণ দিচ্ছে।

কাতারে নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে যাদেরকে পাঠানো হবে তাদের মধ্যে থাকবে ৩০০০ দাঙ্গা পুলিশ কর্মকর্তা, ১০০ জন তুরস্কের বিশেষ বাহিনীর সদস্য, ৫০ টি বোমা শনাক্তকরণ কুকুর এবং তাদের পরিচালক, ৫০ জন বোমা বিশেষজ্ঞ, এবং অন্যান্য বিভিন্ন সদস্য।

২০২২ সালের নভেম্বর থেকে ডিসেম্বর মাসে বিশ্বকাপ চলাকালীন টানা ৪৫ দিন ধরে দেশটিতে আসা কয়েক লাখ দর্শকদের নিরাপত্তা দিতে কাজ করবে এ সদস্যরা।

সয়লু আরও জানিয়েছেন তুরস্ক কাতারের নিরাপত্তা বাহিনীর ৬৭৭ জন সদস্যদের প্রশিক্ষণ প্রদান করেছে। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। সাম্প্রতিক বছরগুলোতে তুরস্ক ও কাতারের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে।

সূত্র: আল জাজিরা