অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ফ্রান্সে একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ০১:২২ পিএম, ১৯ জানুয়ারি ২০২২ বুধবার  

অমিক্রন তাণ্ডবে দিশেহারা ফ্রান্স। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৪ লাখ ৬৪ হাজার মানুষের করোনা শনাক্ত হয়েছে। দেশটিতে করোনায় এটিই সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এ ছাড়া ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৩৭৫ জন।

এর আগে গত সপ্তাহেও দৈনিক সংক্রমণে রেকর্ড গড়ে ইউরোপের এ দেশটি। গত ১১ জানুয়ারি দেশটিতে ৩ লাখ ৬৮ হাজার করোনা রোগী শনাক্ত হয়।

করোনার নতুন ধরন অমিক্রনের প্রাদুর্ভাব শুধু ফ্রান্সেই নয়, পুরো ইউরোপজুড়ে করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ফ্রান্সের প্রতিবেশী যুক্তরাজ্য, জার্মানিসহ ইতালি, স্পেন ও পোল্যান্ডের মতো দেশগুলোতেও সংক্রমণের পাশাপাশি প্রাণহানির সংখ্যা অনেক বেড়ে গেছে।

করোনায় আক্রান্ত ও মৃত্যুতে পঞ্চম স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ কোটি ৪৭ লাখ ৩৯ হাজার ২৯৭ জন। মারা গেছেন ১ লাখ ২৭ হাজার ৬৩৮ জন।