অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সরকারের সিংহাসন টলোমলো করছে: রিজভী

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৫:৩৪ পিএম, ১৬ জানুয়ারি ২০২২ রোববার  

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

আওয়ামী লীগ সরকারের সিংহাসন টলোমলো করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেছেন,ক্ষমতাসীনদের পতন আসন্ন।

জাতীয় প্রেস ক্লাবের সামনে রবিবার (১৬ জানুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক তাজমেরী এস ইসলামের মুক্তির দাবিতে মানববন্ধনে এ মন্তব্য করেন তিনি।

ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ মানববন্ধনের আয়োজন করে। রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রী টিভিতে কথায় কথায় চোখের পানি ফেলেন। আসলে সেটা হচ্ছে তার মায়াকান্না। অন্যের কষ্টে তিনি অশ্রু ঝরান না।

বিএনপি নেতাকর্মীদের গুম করার অভিযোগ তুলে রিজভী বলেন, ‘এখন যারা গুম হয়েছেন তাদের বাড়িতে পুলিশ পাঠানো হচ্ছে। সরকারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্টেটমেন্ট লিখছে। আর ওখানে (স্টেটমেন্টে) সই করতে বলছে পরিবারের সদস্যদের। পুলিশের হুমকির মুখে কয়জন টিকবে? এসব করে সরকার বিশ্ববিবেককে বিভ্রান্ত করছে।’

তিনি বলেন, ‘সবাই আজ সরকারকে ধিক্কার দিচ্ছে, চারিদিকে সমালোচনার ঝড় বইছে। আপনি যত বাঁশ দিয়ে, কাঠ দিয়ে, আপনার সিংহাসন ধরে রাখতে চেষ্টা করেন না কেন, পতন আসন্ন। এই পতনকে কেউ ঠেকাতে পারবে না।

‘আপনার (প্রধানমন্ত্রী) সিংহাসন এখন টলোমলো করা শুরু হয়েছে। লাস্ট পেরেকটা সরকারের কফিনে আপনিই মেরেছেন তাজমেরী ইসলামের মতো একজন শিক্ষাবিদকে কারাগারে পাঠিয়ে। এতে আমরা বিচলিত নই। বরং আমরা উজ্জীবিত।’

সরকারের পতন আসন্ন উল্লেখ করে তিনি বলেন, ‘তারেক রহমান বলেছেন, ফয়সালা হবে রাজপথে। এই ফয়সালা গণতন্ত্রের ফয়সালা। এই জয়যাত্রা খুব কাছে। আপনার ফ্যাসিবাদী সরকার বাংলাদেশ থেকে নিঃশেষ হয়ে যাবে।’

রিজভী বলেন, ‘আমি তাজমেরী ইসলামের এই মুহূর্তে মুক্তি দাবি করছি। তা না হলে আন্দোলনের এমন দাবানল তৈরি হবে, সেই দাবানলে প্রধানমন্ত্রী আপনাকে যারা পাহারা দেয় তাদের কেউ রেহাই পাবে না। আপনার পতন হবেই।’

২০১৮ সালের ২৩ সেপ্টেম্বর উত্তরা পশ্চিম থানায় করা এক মামলায় ১৩ জানুয়ারি তাজমেরী ইসলামকে গ্রেফতার করা হয়। এরপর জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানো হয়।