অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মিল্কি ওয়ে থেকে নিয়মিত বিরতিতে আসছে অচেনা রেডিও সিগন্যাল

সাই-টেক ডেস্ক

প্রকাশিত: ১২:৩১ পিএম, ১৬ জানুয়ারি ২০২২ রোববার  

সিডনি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের পিএইচডি শিক্ষার্থী জাইটেং ওয়াং মহাকাশ থেকে পাওয়া ডেটা বিশ্লেষণ করতে গিয়ে নতুন একটি সিগন্যালের সন্ধান পেয়েছেন।

২০২০ সালে অস্ট্রেলিয়ার এএসকেএপি টেলিস্কোপ থেকে প্রাপ্ত ডেটা বিশ্লেষণ করার সময়ই এ আবিষ্কার করেন ওয়াং ও তার গবেষক দল।

ওই ডেটাগুলো বিভিন্ন তারকা থেকে পাওয়া। কিন্তু এদের মধ্যে একটি সিগন্যাল পুরো গবেষক দলকে থ করে দিয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিজনেস ইনসাইডার

ওউ বস্তুটি থেকে পুরো ২০২০ সাল জুড়ে শক্তিশালী সিগন্যাল পাওয়া যায়। ছয়মাস ধরে মোট নয়টি সিগন্যাল পৌঁছায় পৃথিবীতে। এই সিগন্যালের অনিয়মিত প্যাটার্ন আর সমবর্তিত রেডিও সিগন্যাল এর আগে আর কখনো দেখেননি বিজ্ঞানীরা।

কোথা থেকে ওই সিগন্যাল আসছে তা পরীক্ষা করেও খুঁজে পাননি বিজ্ঞানীরা। মাঝখানে সিগন্যালটি হারিয়ে যায়। পরে আবার হঠাৎ করে ফিরে আসে এটি। তবে বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন এটি কোনো সাধারণ নক্ষত্র নয়।