অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ডেঙ্গু কমছে, হাসপাতালে ভর্তি ১ জন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৭:৪০ পিএম, ১৪ জানুয়ারি ২০২২ শুক্রবার  

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা একজন

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা একজন

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা একজন। তিনি ঢাকার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। তাছাড়া এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে কেউ মারা যায়নি। এই মাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯৫ জন।

শুক্রবার (১৪ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩৪ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই আছে ২৩ জন, আর বাকি ১১ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। 

এই বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৯৫ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ৬১ জন।