অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মেয়র তাপস ও আইজিপি বেনজীর করোনাক্রান্ত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৫:৪৬ পিএম, ১৩ জানুয়ারি ২০২২ বৃহস্পতিবার   আপডেট: ০৭:১৪ পিএম, ১৩ জানুয়ারি ২০২২ বৃহস্পতিবার

মেয়র শেখ ফজলে নূর তাপস ও পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ

মেয়র শেখ ফজলে নূর তাপস ও পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ

করোনায় আক্রান্ত হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস ও পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ। 

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টা নাগাদ মেয়র তাপসের রিপোর্টে করোনা পজিটিভ আসে। বিষয়টি নিশ্চিত করেন ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাসের।

তিনি বলেন, ‘মেয়র মহোদয়ের শুক্রবার দেশের বাইরে যাওয়ার কথা ছিল। তাই করোনা টেস্ট করিয়েছিলেন। আজ রিপোর্ট আসার পর দেখা গেল তিনি পজিটিভ। তবে এখনও তার কোনো উপসর্গ নেই।’

করোনায় আক্রান্ত হওয়ার রিপোর্ট পাওয়ার পর তাপস নিজ বাসায় আইসোলেশনে আছেন বলেও জানান ডিএসসিসির ওই কর্মকর্তা। তিনি বলেন, দ্রুত সুস্থতায় সবার দোয়া চেয়েছেন মেয়র।

এদিকে পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদের করোনাক্রান্ত হওয়ার খবর পুলিশ সূত্রে জানা গেছে। বিস্তারিত কোন তথ্য এখনও পাওয়া যায়নি।