অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আরও ৩ ডেঙ্গু রোগী হাসপাতালে

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৬:১৭ পিএম, ১১ জানুয়ারি ২০২২ মঙ্গলবার  

চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত কারও মৃত্যু হয়নি বলে জানিয়েছে কন্ট্রোল রুম

চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত কারও মৃত্যু হয়নি বলে জানিয়েছে কন্ট্রোল রুম

গত ২৪ ঘণ্টায় (৯ জানুয়ারি সকাল ৮টা থেকে ১০ জানুয়ারি সকাল ৮টা) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও তিন জন। তারা সবাই ভর্তি হয়েছেন ঢাকার হাসপাতালে।

মঙ্গলবার (১১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

কন্ট্রোল রুম জানায়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি আছেন ৪৩ জন। এর মধ্যে ঢাকার ৪৬টি হাসপাতালে ২৭ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি আছেন ১৬ জন।

চলতি বছরে (১ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি সকাল ৮টা) এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৭ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৪ জন।

চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত কারও মৃত্যু হয়নি বলে জানিয়েছে কন্ট্রোল রুম।