অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ইংল্যান্ডে প্রাগৈতিহাসিক ‘মহাশিকারি’র ফসিল উদ্ধার

সাই-টেক ডেস্ক

প্রকাশিত: ০৫:৪২ পিএম, ১১ জানুয়ারি ২০২২ মঙ্গলবার  

ওপরে ইখঠিওসর-এর কাল্পনিক ছবি। নিচে প্রাপ্ত ফসিল

ওপরে ইখঠিওসর-এর কাল্পনিক ছবি। নিচে প্রাপ্ত ফসিল

ইংল্যান্ডের একটি জলাধার থেকে প্রাগৈতিহাসিক কালের একটি বিশালাকৃতির সামুদ্রিক প্রাণীর জীবাশ্ম উদ্ধার করা হয়েছে।

প্রায় ১৮ কোটি বছর আগে জুরাসিক পিরিয়ডের সময় ওই প্রাণীটি সমুদ্রে বিচরণ করতো।

ইখঠিওসর নামক ওই প্রাণীর উদ্ধারকৃত কংকালটির দৈর্ঘ্য ৩২ ফুট। এটি সি ড্রাগন নামেও পরিচিত। লিসেস্টারের রুটল্যান্ড ওয়াটার ন্যাচার রিজার্ভ থেকে এ ফসিলটি পাওয়া গিয়েছে। খবর জানিয়েছে ফক্সনিউজ

এখন পর্যন্ত যুক্তরাজ্যে পাওয়া এটিই এ ধরনের সবচেয়ে বড় ও সম্পূর্ণ ফসিল। খাদ্যশৃঙ্খলের শীর্ষে থাকা খানিকটা ডলফিনের মতো দেখতে এ প্রাণীটি প্রায় নয় কোটি বছর আগে বিলুপ্ত হয়ে যায়।

প্রাপ্ত ফসিলটি বর্তমানে ইংল্যান্ডের শ্রপশায়ার-এ পরীক্ষা করা হচ্ছে। পরে এটি স্থায়ীভাবে প্রদর্শনের জন্য রুটল্যান্ডে পাঠনো হবে।