অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

প্রথমবারের মতো শূকরের হৃৎপিণ্ড মানুষের শরীরে

সাই-টেক ডেস্ক

প্রকাশিত: ০৩:৩১ পিএম, ১১ জানুয়ারি ২০২২ মঙ্গলবার   আপডেট: ০৪:৫১ পিএম, ১১ জানুয়ারি ২০২২ মঙ্গলবার

শল্যচিকিৎসক গ্রিফিথের সঙ্গে বেনেট (ডানে)

শল্যচিকিৎসক গ্রিফিথের সঙ্গে বেনেট (ডানে)

জিনগতভাবে পরিবর্তিত একটি শূকরের হৃৎপিণ্ড প্রথমবারের মতো একজন মানুষের শরীরে স্থাপন করা হয়েছে।

ডেভিড বেনেট নামের ৫৭ বছর বয়সী একজন মার্কিনীর শরীরে সাত ঘণ্টা অস্ত্রোপচারের পর সফলভাবে এ হার্ট-ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন করা হয়।

অপারেশনের তিন দিন পর ভালো আছেন ডেভিড বেনেট। তার বেঁচে থাকার জন্য ডাক্তারদের কাছে এটিই একমাত্র উপায় ছিল। তবে দীর্ঘকালীন সময়ে তার শরীরে কী অবস্থা হতে পারে তা এখনো বলতে পারছেন না ডাক্তাররা।

মার্কিন যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে অবস্থিত ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড মেডিকেল সেন্টার-এর ডাক্তাররা এ অভূতপূর্ব চিকিৎসা সম্পাদন করেন। বেনেটের শারীরিক অবস্থা বেশি দুর্বল হওয়ায় তার পক্ষে মানুষের হৃৎপিণ্ড গ্রহণ করা সম্ভব ছিল না বলে জানিয়েছেন ডাক্তাররা।

প্রতি বছর কেবল মার্কিন যুক্তরাষ্ট্রেই ১৭ জন মানুষ হৃৎপিণ্ডের অভাবে মারা যায়। বেনেটের এ দৃষ্টান্ত সফল হলে ভবিষ্যতে অঙ্গ সংকটের কারণে মানুষকে মরতে হবে না।

সূত্র: বিবিসি