অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

লড়ে যাচ্ছেন লিটন, অভাব যোগ্য সঙ্গীর

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১০:১০ এএম, ১১ জানুয়ারি ২০২২ মঙ্গলবার  

আহা! ক্রিকেটে যদি রিভিউ না থাকতো? বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্টে চোখ রাখা দর্শক মাত্রই বুঝতে পারবেন কেন এই কথা বলা হলো। ট্রেন্ট বোল্টের বলে আম্পায়ার আউট দেওয়ার পর যদি রিভিউ না থাকতো তাহলে যে ফুল হয়ে ফোটা লিটনের দৃষ্টিনন্দন ব্যাটিং দেখার সৌভাগ্যই হতো না।

৩৯৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা টাইগারদের থেকে খুব বেশি কিছু কেউ আশা করেনি। হ্যাগলি ওভালে আজও ছিলো ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিল। তবে তারমধ্যে প্রতিরোধ গড়তে পেরেছেন লিটন দাস। যোগ্য সঙ্গী পেলে হয়তো দুর্দান্ত কিছু দেখার সুযোগও পেতো টাইগাররা।

রিভিউর বিষয়টা আগে পরিষ্কার করে নেওয়া যাক। লিটন তখন মাত্রই ব্যাটিংয়ে এসেছেন। স্কোর ৪ হতেই বোল্টের বলি লিটনের কাঁধের কাছাকাছি লেগে উইকেটরক্ষকের মুঠোবন্দী হয়। আম্পায়ার আউট দিলেও রিভিউ নিয়ে বেঁচে যান লিটন।

সে লিটনই এখন টেনে নিয়ে যাচ্ছেন দলকে। প্রতিবেদন লেখা পর্যন্ত দলের স্কোর ২৩৭-৬। যার মধ্যে ৭৪ রান লিটনে।

সঙ্গ পাননি বললে আবার নুরুল হাসান সোহানের উপর কিছুটা অন্যায় হবে। ১২৭ রানে ৫ উইকেট যাওয়ার পর লিটন-নুরুলের ব্যাটই যে এতদূর এনেছে দলকে। যদিও ৩৬ রানেই থেমেছে সোহানের ইনিংস।