অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

২৭০ এর লড়াই, বাইডেন ২০৫, ট্রাম্প ১১২

পৃথিবীজুড়ে ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৮ এএম, ৪ নভেম্বর ২০২০ বুধবার   আপডেট: ১০:০৬ এএম, ৪ নভেম্বর ২০২০ বুধবার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফল আসতে শুরু করেছে। দেশটির নির্বাচনে জয় পরাজয় নির্ধারিত হয় এর অঙ্গরাজ্যগুলোতে জয়ী হওয়ার তার ইলেক্টোরাল কলেজের মাধ্যমে। একেক রাজ্যে একেক সংখ্যায় রয়েছে এই ইলেক্টোরাল কলেজ।

তবে মোট ৫৩৮ টি ইলেক্টোরাল কলেজের মধ্যে যে প্রার্থী আগে ২৭০টি ইলেক্টোরাল কলেজ জয় করে নিতে পারবেন তিনিই হবেন পরবর্তী প্রেসিডেন্ট। সবশেষ পাওয়া তথ্য মতে এখন পর্যন্ত ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন ২০৫টি ইলেক্টোরাল কলেজ নিশ্চিত করতে পারছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রেসিডেন্ট ট্রাম নিশ্চিত দেখছে ১১২ টি ইলেক্টোরাল কলেজ। 

প্রথম দিকে যেসব রাজ্যের ফল এসেছে তাতে জো বাইডেন পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর কয়েকটিতে জয় নিশ্চিত করেছেন। অন্যদিকে দক্ষিণের কয়েকটি রাজ্যে জয়ী হয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

বাইডেন জয়ী: নিউইয়র্ক, ওয়াশিংটন, ওরেগন, ক্যালিফোর্নিয়ব, ভারমন্ট, কানেটিকাট, ম্যাসাচুসেটস, রোড আয়ল্যান্ড, নিউজার্সি, ডেলাওয়ার, মেরিল্যান্ড, ভার্জিনিয়া, এলেনয়, কোলোরাডো, নিউ মেক্সিকো

ট্রাম্প জয়ী: ওকলাহোমা, আরাকানসাস, মিসিসিপি, অ্যালাবামা, টেনেসি, সাউথ ক্যারোলিনা, ওয়েস্ট ভার্জিনিয়া, কেন্টাকি, ইডাহো