অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

দুই শতাধিক দৌড়বিদের অংশগ্রহেণে বঙ্গবন্ধু ম্যারাথন অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০১:৩২ পিএম, ১০ জানুয়ারি ২০২২ সোমবার  

বিভিন্ন দেশের দুই শতাধিক দৌড়বিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন। তাদের মধ্যে ১০০ দৌড়বিদ ফুল ম্যারাথন এবং বাকিরা হাফ ম্যারাথনে অংশ নেন।

সোমবার (১০ জানুয়ারি) ভোর সাড়ে ৫টায় রাজধানীর আর্মি স্টেডিয়ামে এ ম্যারাথনের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

রাজধানীর আর্মি স্টেডিয়াম থেকে শুরু হয়ে বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, গুলশান-২, গুলশান-১ হয়ে হাতিরঝিলে এসে এ ম্যারাথন শেষ হয়।

এতে অংশ নেন মরক্কো, কেনিয়া, ইউক্রেন, ইথিওপিয়া, লাটভিয়া, ফ্রান্স, স্পেন, আলজেরিয়া, ভারত, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের দৌড়বিদরা।

ফুল ম্যারাথনের দৈর্ঘ্য ৪২.৫০ কিলোমিটার এবং হাফ ম্যারাথনের দৈর্ঘ্য ২১.৯৭ কি.মি. ধরা হয়েছে।