অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ক্যাঙারুর থলে বৃত্তান্ত

সাই-টেক ডেস্ক

প্রকাশিত: ০৭:১২ পিএম, ৯ জানুয়ারি ২০২২ রোববার  

কেবল স্ত্রী ক্যাঙারুর শরীরেই থলে থাকে

কেবল স্ত্রী ক্যাঙারুর শরীরেই থলে থাকে

অস্ট্রেলিয়ার অনেক প্রাণীর শরীরেই থলে রয়েছে। কিন্তু এগুলোর মধ্যে ক্যাঙারুর থলে সবচেয়ে বেশি পরিচিত আমাদের কাছে।

ক্যাঙারুর থলে নিয়ে জানতে চাওয়া হলে যুক্তরাষ্ট্রের স্যান ডিয়েগো চিড়িয়াখানার মুখপাত্র রিক শোয়ার্টজ এটিকে হুডি জ্যাকেটের সাথে তুলনা করেন। জ্যাকেটের হুডটাকে তিনি ক্যাঙারুর থলের জন্য রূপক অর্থে ব্যবহার করেন।

হুডির দড়ি ধরে টান দিলে যেমন এটি ছোট-বড় করা যায়, তেমনিভাবে ক্যাঙারুর থলের সাথে এমন সব মাংসপেশি থাকে যেগুলো ব্যবহার করে প্রাণীটি এর থলের মুখ ছোট-বড় করতে পারে।

ক্যাঙারুর থলের ভেতরে কোনো রোম থাকে না। এর ভেতরটা খুব উষ্ণ হয়, প্রায় ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস। সেজন্য থলের ভেতরে ঘাম তৈরি হওয়াটাও সাধারণ ঘটনা।

থলের ভেতরে চারটি দুগ্ধগ্রন্থী থাকে। বাচ্চা জন্ম নেওয়ার পরেই মায়ের থলিতে প্রবেশ করে। সেখান থেকেই মায়ের দুধ পান করে ক্যাঙারু ছানা।

মা ক্যাঙারুর থলেতে সাড়ে চার থেকে পাঁচ মাস অবস্থান করে বাচ্চা ক্যাঙারু। এরপর বাইরে বেরোলেও মায়ের কাছাকাছিই অবস্থান করে এটি যাতে ইচ্ছে হলেই লাফ দিয়ে থলেতে ঢুকে পড়তে পারে।

বাচ্চা বারবার থলেতে আসাযাওয়া করার কারণে এর ভেতরটা অপরিষ্কার হয়। তখন মা ক্যাঙারু নিজের পুরো মাথা ভেতরে ঢুকিয়ে থলে থেকে ধুলাবালি ও বাচ্চার বিষ্ঠা পরিষ্কার করে। বাচ্চা লালনপালন করার দায়িত্বের কারণে কেবল স্ত্রী ক্যাঙারুর শরীরেই থলে থাকে।

লাইভ সায়েন্স অবলম্বনে।