অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

২৪ ঘণ্টায় হাসপাতালে ডেঙ্গুরোগী একজন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৩:১৬ পিএম, ৭ জানুয়ারি ২০২২ শুক্রবার  

রাজধানীসহ সারাদেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন

রাজধানীসহ সারাদেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন

দেশে ডেঙ্গুর প্রকোপ কমে আসছে। রাজধানীসহ সারাদেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়।

এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা ৫২ জন। তাদের মধ্যে রাজধানীর সরকারি হাসপাতালে ৩১ জন ও অন্যান্য বিভাগের সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ২১ জন রোগী ভর্তি হন।

শুক্রবার (৭ জনুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ এবং ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (বিপিএম) ই-এম আই এস ডা. মোহাম্মদ জাহিদুল ইসলামের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বর্তমানে হাসপাতালে সর্বমোট ভর্তি রয়েছেন ৬২ জন। তারা সবাই গত ১ জানুয়ারি থেকে ৭ জানুয়ারির মধ্যে ভর্তি হয়েছেন।

গত বছর অর্থাৎ ২০২১ সালে রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন।