অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পাঞ্জাবের ঘটনাকে গণতন্ত্রের ওপর আক্রমণ বললেন কঙ্গনা

এন্টারটেইনমেন্ট ডেস্ক

প্রকাশিত: ০৬:৪৬ পিএম, ৬ জানুয়ারি ২০২২ বৃহস্পতিবার  

কঙ্গনা রানাউত

কঙ্গনা রানাউত

পাঞ্জাবে ভারতের  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গাড়ি আটকে দেওয়ার ঘটনাকে 'গণতন্ত্রের ওপর আক্রমণ' বলে অভিহিত করেছেন কঙ্গনা রানাউত।

বিজেপি সমর্থক এ অভিনেত্রী ঘটনাটিকে 'লজ্জাজনক' হিসেবে বর্ণনা করেছেন।

বুধবার কৃষকদের অবরোধের কারণে পাঞ্জাবের একটি জনসভায় অংশগ্রহণ করতে পারেননি নরেন্দ্র মোদি। পরে ২০ মিনিট আটকে থাকার পরে ফিরে যান তিনি। এ ঘটনাটিকে বড়সড় নিরাপত্তা ত্রুটি হিসেবে দেখা হচ্ছে। খবর দ্য হিন্দুস্থান টাইমস-এর।

কঙ্গনা ইনস্টাগ্রাম স্টোরিতে এ ঘটনার প্রতিবাদ করেন। তিনি লিখেন, 'পাঞ্জাবে যা ঘটেছে তা লজ্জাজনক। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত ১৪০ কোটি মানুষের নেতা/প্রতিনিধি/কণ্ঠস্বর। তার ওপর আক্রমণের অর্থ হচ্ছে প্রতিটি ভারতীয়ের ওপর আক্রমণ... গণতন্ত্রের ওপর আক্রমণ।' এ সময় তিনি পাঞ্জাব সন্ত্রাসীদের আস্তানা হয়ে উঠছে বলে দাবি করে বলেন এটি থামানো না গেলে জাতিকে অনেক বড় মূল্য চোকাতে হবে।