অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বঙ্গবন্ধু সামরিক জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:২৬ পিএম, ৬ জানুয়ারি ২০২২ বৃহস্পতিবার   আপডেট: ১২:৪৪ পিএম, ৬ জানুয়ারি ২০২২ বৃহস্পতিবার

বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস এবং মুক্তিযুদ্ধে সামরিক বাহিনীর অবদানের কথা সংরক্ষণ ও তুলে ধরতে বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
  
বঙ্গবন্ধু নভোথিয়েটারের পশ্চিমে ১০ একর জমির ওপর নির্মিত হয়েছে জাদুঘরটি। বাংলাদেশের স্বাধীনতার আগে ও পরে সেনাবাহিনী ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম এখানে প্রদর্শিত হবে। 

জাদুঘরটি মোট ছয়টি অংশে বিভক্ত। এরমধ্যে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর জন্য নিজস্ব পৃথক গ্যালারি আছে।  

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ জাদুঘরের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী।  

রাজধানীর বিজয় সরণীতে অবস্থিত জাদুঘরে আয়োজিত অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, নৌবাহিনীপ্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল, বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. আবু হেনা মোস্তফা কামাল।