অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পদ্মা সেতু-মেট্রোরেল-কর্নফুলি টানেল চালু হলে জিডিপি বাড়বে দেড় থেকে ২ শতাংশ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৪:০৯ পিএম, ৪ জানুয়ারি ২০২২ মঙ্গলবার   আপডেট: ০৪:১৫ পিএম, ৪ জানুয়ারি ২০২২ মঙ্গলবার

চলতি বছরেই পদ্মা সেতু, মেট্রোরেল ও কর্ণফুলী টানেল চালু হলে জিডিপি দেড় থেকে ২ শতাংশ বাড়বে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

মঙ্গলবার (৪ জানুয়ারি) একনেক সভায় এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলেও সাংবাদিকদের জানান তিনি।  

তিনি বলেন, 'প্রধানমন্ত্রী ঢাকার পর চট্টগ্রামে মেট্রোরেল চালুর নির্দেশনা দিয়েছেন। ৩টি প্রকল্প চালু হলে জিডিপি ১.৫ থেকে ২ শতাংশ বাড়বে।'

পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম বলেন, 'পদ্মাব্রীজ জুনে, কর্ণফুলী টানেল অক্টোবরে এবং মেট্রোরেল ডিসেম্বরে চালু হবে।