অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চীনের শিনজিয়াং-এ শোরুম খুলে সমালোচনার মুখে টেসলা

সাই-টেক ডেস্ক

প্রকাশিত: ১২:০৬ পিএম, ৪ জানুয়ারি ২০২২ মঙ্গলবার  

চীনের বিতর্কিত শিনজিয়াং প্রদেশে শোরুম খুলে মার্কিন যুক্তরাষ্ট্রে সমালোচনার মুখে পড়েছে চীন।

নিউ ইয়ার ইভের দিন শিনজিয়াং-এর উরুমকি শহরে শোরুম চালু করে এলন মাস্কের টেসলা।

চীনে এই শোরুমকে স্বাগত জানানো হলেও মার্কিন যুক্তরাষ্ট্রে টেসলা'র এ পদক্ষেপ তীব্র সমালোচনার মুখে পড়েছে। কারণ সমৃদ্ধশালী পশ্চিমাঞ্চলে দাসত্ব ও গণহত্যা'র (জেনোসাইড) অভিযোগ রয়েছে চীনের বিরুদ্ধে। খবর বিবিসি'র।

২০২১ সালের ডিসেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের এক বিল অনুযায়ী ফার্মগুলোকে প্রমাণ করতে হয় যে শিনজিয়াং প্রদেশ থেকে আমদানি করা তাদের পণ্য জোরপূর্বক শ্রমের দ্বারা তৈরি করা হয়নি।

ওই বিলে স্বাক্ষর করেছেন রিপাবলিকান সিনেটর মার্কো রুবিও। তিনি টুইট করেন, আন্তর্জাতিক কর্পোরেশনগুলো চীনের কম্যুনিস্ট পার্টিকে শিনজিয়াং অঞ্চলে এ জেনোসাইড ও দাস শ্রমকে চাপা দেওয়ার ক্ষেত্রে সহায়তা করছে।