অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আরআরআর: জলে গেলো প্রমোশনের ২০ কোটি টাকা

এন্টারটেইনমেন্ট ডেস্ক

প্রকাশিত: ০৫:১৫ পিএম, ৩ জানুয়ারি ২০২২ সোমবার  

২০২২ সালের জানুয়ারি মাসের সাত তারিখে এস এস রাজামৌলি’র ‘রুদ্রম রানাম রুধিরাম’ (আরআরআর) সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু অমিক্রনের শনাক্তের হার বেড়ে যাওয়ার কারণে সিনেমাটির মুক্তি আবারও পেছানো হয়।

এতে এ সিনেমাটির প্রমোশনের পেছনে খরচ করা প্রায় ২০ কোটি টাকা বলতে গেলে জলেই গেল।

এর আগেও করোনাভাইরাসের কারণে একাধিকবার ‘আরআরআর’-এর মুক্তি পিছিয়েছিল। তাই এবার রোখ চেপে গিয়েছিল পরিচালকের। তিনি চেয়েছিলেন যে করেই হোক জানুয়ারিতে মুক্তি দেওয়া হবে আরআরআর। কিন্তু করোনার কাছে আবারও হার মানতে হলো তাকে। খবর বলিউড হাঙ্গামা’র

অন্ধ্র প্রদেশের বাইরে রামচরণ ও এনটিআর জুনিয়রের ফ্যানদের জন্য খরচ করা হয়েছিল আড়াই থেকে সাড়ে তিন কোটি টাকা। কারণ এ দুই অভিনেতার অন্ধ্র প্রদেশের বাইরে খুব একটা ফ্যান-ফলোয়ার নেই। তাই মুম্বাই ও অন্যান্য শহরে সিনেমার প্রমোশনের জন্য অন্ধ্র থেকে তাদের ফ্যানদের এসব শহরে উড়িয়ে আনা হয়েছিল।

ওই ফ্যানদের কাজ ছিল তাদের প্রিয় দুই অভিনেতার জন্য হর্ষধ্বনি করা, হাততালি দেওয়া, শিষ বাজানো। এর বদলে তাদেরকে বিলাসবহুল হোটেলে রাখার বন্দোবস্ত করা হয়েছিল।

কিন্তু মুক্তি না পাওয়ার কারণে এসবের কোনোটিই কাজে এলো না বরং কাঁড়ি কাঁড়ি অর্থ অপচয় হলো প্রযোজকদের।