অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পর্দায় ২০২২ (শেষ পর্ব)

২০২২ সালে হলিউডে যেসব সিনেমা মুক্তি পাবে

এন্টারটেইনমেন্ট ডেস্ক

প্রকাশিত: ০২:৪৪ পিএম, ৩ জানুয়ারি ২০২২ সোমবার   আপডেট: ০৪:০২ পিএম, ৩ জানুয়ারি ২০২২ সোমবার

২০২১ তো চলে গেল, ২০২২ নিয়ে যত নতুন ভাবনা এখন। সিনেমাপ্রেমীদের জন্য সামনের বছরটা জমে ক্ষীর হবে মনে হচ্ছে। যদি সবকিছু ঠিক থাকে আরকি। করোনাভাইরাসের কারণে ২০২০-২০২১-এ যেসব সিনেমা মুক্তি পাওয়ার কথা ছিল, সেগুলোর মুক্তি পিছিয়ে গিয়ে ২০২২-এ এসে ঠেকেছে।

তাই ২০২২ সিনেমা ভক্তদের জন্য স্মরণীয় একটি বছর হিসেবে কাটতে পারে যদি না ভাইরাস আবার বাগড়া না দেয়। 'পর্দায় ২০২২' সিরিজের হলিউড পর্বের শেষ কিস্তিতে জেনে নেওয়া যাক আগামী বছর হলিউডে কী কী সিনেমা আসছে।

তবে বলে রাখা ভালো, সবকিছু নির্ভর করছে করোনাভাইরাসের পরিস্থিতির ওপর। মুক্তি পাওয়ার তারিখগুলো আরও অনেকবার বদলাতে পারে। তবুও একবার চোখ বোলাতে অসুবিধা কী!

আরও পড়ুন: ২০২২ সালে হলিউডে যেসব সিনেমা মুক্তি পাবে, পর্ব ৩

দ্য ফ্ল্যাশ

পরিচালক: অ্যান্ডি মুশেইটি

চরিত্রায়ন: এজরা মিলার, বেন অ্যাফ্লেক, মাইকেল কিটন, সাশা ক্যাল

সম্ভাব্য মুক্তি: নভেম্বর ৪, ২০২২

এ সিনেমার গল্প নিয়ে এখনো বিশেষ কিছু জানা যায়নি। মাইকেল কিটন অভিনয় করবেন ব্রুস ওয়েন হিসেবে। কমিক ‘ফ্ল্যাশপয়েন্ট’-এর গল্পের রেশ ধরে এগিয়ে যাবে এটির গল্প। শেষমেষ কিছু কক্রসওভার দেখা যেতে পারে ‘দ্য ফ্ল্যাশ’-এ।

ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরেভার

পরিচালক: রায়ান কুগলার

চরিত্রায়ন: লেটিশিয়া রাইট, ডানাই গুরিরা, লুপিতা ইয়ং, মার্টিন ফ্রিম্যান

সম্ভাব্য মুক্তি: নভেম্বর ১১, ২০২২

কোলন ক্যান্সারে ২০২০ সালে হঠাৎই চলে যান চাডউইক বোজম্যান। তার মৃত্যুতে এমসিইউ’র ব্ল্যাক প্যান্থার কারেক্টারের সাথে সম্পর্কিত আর কোনো সিনেমা আসবে কিনা তা নিয়ে দর্শকের মধ্যে প্রশ্ন ছিল। শেষ পর্যন্ত নতুন আরেকটা ব্ল্যাক প্যান্থার সিনেমা দেখতে পাবেন ভক্তরা। বলা বাহুল্য এতে থাকছেন না বোজম্যান। সিনেমার মূল গল্প তৈরি হবে রাজা টি’চালা’র (বোজম্যান) বোন শুরি’র (রাইট) ওপর। টি’চালার অনুপস্থিতি গল্পে কীভাবে ব্যাখ্যা করা হবে তা নিয়েও এখনো কিছু জানা যায়নি।

অ্যাকুয়াম্যান অ্যান্ড দ্য লস্ট সিম্বল

পরিচালক: জেইমস ওয়ান

চরিত্রায়ন: জেসন মমোয়া, অ্যাম্বার হার্ড, প্যাট্রিক উইলসন, ইয়াহিয়া আবদুল-মতীন টু

সম্ভাব্য মুক্তি: ডিসেম্বর ১৬, ২০২২

এ সিনেমাটি’র বিষয়বস্তু নিয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

অ্যাভাটার ২

পরিচালক: জেমস ক্যামেরন

চরিত্রায়ন: স্যাম ওরথিংটন, জো সালডানা, সিগর্নি ওয়েভার, কেইট উইন্সলেট, ভিন ডিজেল, স্টিফেন ল্যাং

সম্ভাব্য মুক্তি: ডিসেম্বর ১৬, ২০২২

এক সময় সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকায় শীর্ষে ছিল জেইমস ক্যামেরনের ‘অ্যাভাটার’। প্রায় দেড় যুগ আগে এটির সিক্যুয়েল তৈরির ঘোষণা দেওয়া হয়েছিল, অবশেষে তা বাস্তবে পরিণত হচ্ছে। গল্পে দেখা যাবে প্রধান দুই চরিত্র প্যান্ডোরাতে ঘরসংসার বাঁধলেও হঠাৎ করে পুরনো শত্রুর আবির্ভাব হয়।

রটেন টমেটোস অবলম্বনে।

সমাপ্ত