অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

নিউইয়র্কে কোরআন ছুঁয়ে শপথ নিলেন বাংলাদেশি বংশোদ্ভূত শাহানা

অপরাজেয় বাংলা ডেস্ক

প্রকাশিত: ১২:২৭ পিএম, ৩ জানুয়ারি ২০২২ সোমবার   আপডেট: ০২:৫৯ পিএম, ৩ জানুয়ারি ২০২২ সোমবার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কাউন্সিলওম্যান হিসেবে পবিত্র কোরআন ছুঁয়ে শপথ নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত শাহানা হানিফ।

নিউইয়র্কের ইতিহাসে প্রথম কোনো বাংলাদেশি বংশোদ্ভূত ও একই সঙ্গে প্রথম মুসলমান হিসেবে এই পদে নির্বাচিত হন তিনি। 

গত ২ নভেম্বরের নির্বাচনে সিটি কাউন্সিল ডিস্ট্রিক্ট-৩৯ (পার্ক স্লোপ, কেনসিংটন এবং সেন্ট্রাল ব্রুকলিন) থেকে ডেমক্র্যাটিক পার্টি থেকে নির্বাচনে বিজয়ী হন শাহানা হানিফ।

জানা যায়, নিউইয়র্ক সিটিতে ৭ লাখ ৬৯ হাজার মুসলমান বাস করেন। কিন্তু এর আগে সেখানে সিটি কাউন্সিল নির্বাচনে কোনো মুসলিম জয়ী হতে পারেননি। প্রথমবারের মতো বাংলাদেশি বংশোদ্ভূত সমাজকর্মী শাহানা হানিফ নির্বাচিত হন।

নিউইয়র্ক সিটি কাউন্সিলের অধিকাংশ সদস্যই নারী এবং স্পিকারও হচ্ছেন একজন নারী। আগামী ৫ জানুয়ারি বসবে সিটি কাউন্সিলের প্রথম অধিবেশন।