অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

রাজামৌলি’র আরআরআর-এর মুক্তি স্থগিত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

প্রকাশিত: ০৫:১৮ পিএম, ২ জানুয়ারি ২০২২ রোববার  

আরআরআর

আরআরআর

ভারতে করোনাভাইরাসের সর্বশেষ সংস্করণ অমিক্রনে আক্রান্তের সংখ্যা বাড়ছে। সেজন্য এসএস রাজামৌলি’র বহুল প্রতীক্ষিত ‘রুদ্রম রানাম রুধিরাম’ (আরআরআর) সিনেমাটির মুক্তি স্থগিত করা হয়েছে।

দক্ষিণের জনপ্রিয় তারকা রাম চরণ ও এনটিআর অভিনীত এ সিনেমাটি এ বছরের জানুয়ারির সাত তারিখে মুক্তি পাওয়ার কথা ছিল।

সিনেমাটির অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে মুক্তি স্থগিতের এ ঘোষণা দেওয়া হয়। ভারতের বিভিন্ন রাজ্যে অমিক্রনের কারণে সিনেমা হলগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। সেজন্য এ সিনেমার নির্মাতা ‘বাধ্য’ হয়েই সিনেমার মুক্তি স্থগিত করেছেন। খবর জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

এর আগেও করোনাভাইরাসের কারণে একাধিকবার ‘আরআরআর’-এর মুক্তি পিছিয়েছে। পিরিয়ড অ্যাকশন ড্রামা ঘরানার এই সিনেমাটির গল্প ধার করা হয়েছে ব্রিটিশ ভারতের দুই বিপ্লবীর জীবন থেকে। এরা হলেন আল্লুরি সীতারামা রাজু ও কোমারাম ভীম। এই দুজনই সেই সময় ব্রিটিশ রাজ আর হায়দ্রাবাদের নিজামের বিরুদ্ধে লড়াই করেছিলেন।