অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পর্দায় ২০২২

২০২২ সালে হলিউডে যেসব সিনেমা মুক্তি পাবে, পর্ব ৩

এন্টারটেইনমেন্ট ডেস্ক

প্রকাশিত: ০২:৩৮ পিএম, ২ জানুয়ারি ২০২২ রোববার   আপডেট: ০২:৪৮ পিএম, ৩ জানুয়ারি ২০২২ সোমবার

২০২১ তো চলে গেল, ২০২২ নিয়ে যত নতুন ভাবনা এখন। সিনেমাপ্রেমীদের জন্য সামনের বছরটা জমে ক্ষীর হবে মনে হচ্ছে। যদি সবকিছু ঠিক থাকে আরকি। করোনাভাইরাসের কারণে ২০২০-২০২১-এ যেসব সিনেমা মুক্তি পাওয়ার কথা ছিল, সেগুলোর মুক্তি পিছিয়ে গিয়ে ২০২২-এ এসে ঠেকেছে।

তাই ২০২২ সিনেমা ভক্তদের জন্য স্মরণীয় একটি বছর হিসেবে কাটতে পারে যদি না ভাইরাস আবার বাগড়া না দেয়। 'পর্দায় ২০২২' সিরিজের হলিউড পর্বের ৩য় কিস্তিতে জেনে নেওয়া যাক আগামী বছর হলিউডে কী কী সিনেমা আসছে।

তবে বলে রাখা ভালো, সবকিছু নির্ভর করছে করোনাভাইরাসের পরিস্থিতির ওপর। মুক্তি পাওয়ার তারিখগুলো আরও অনেকবার বদলাতে পারে। তবুও একবার চোখ বোলাতে অসুবিধা কী!

আরও পড়ুন: ২০২২ সালে হলিউডে যেসব সিনেমা মুক্তি পাবে, পর্ব ২

মিনিয়নস: দ্য রাইজ অব গ্রু

পরিচালক: কাইল বাল্ডা, ব্র্যাড অ্যাবেলসন

চরিত্রায়ন: পিয়ের কফিন

সম্ভাব্য মুক্তি: জুলাই ১, ২০২২

প্রথম ‘মিনিয়ন’ সিনেমা বিশ্বব্যাপী ১.৫ বিলিয়ন ডলার আয় করেছিল। শেষবার মিনিয়নদের দেখা গিয়েছিল তরুণ গ্রু-এর সাক্ষাৎ পেতে। ‘দ্য রাউজ অব গ্রু’-তে সম্ভবত গ্রু-কে নিয়ে নতুন অ্যাডভেঞ্চার শুরু করবে হলদে মিনিয়নদের দল।

থর: লাভ অ্যান্ড থান্ডার

পরিচালক: তাইকা ওয়াইতিতি

চরিত্রায়ন: ক্রিস হেমসওর্থ, টেসা থম্পসন, নাটালি পোর্টম্যান, ক্রিশ্চিয়ান বেইল, ক্রিস প্র্যাট, ডেভ বাতিস্তা

সম্ভাব্য মুক্তি: জুলাই ৮, ২০২২

২০২২ সালে এমসিইউ-এর দ্বিতীয় সিনেমা হতে যাচ্ছে থরকে নিয়ে। এর আগে ‘থর: র্যাগনারক’ পরিচালনা করেছিলেন তাইকা ওয়াইতিত। জেন ফস্টার হিসেবে আবারও হাজির হবেন নাটালি পোর্টম্যান, কান পাতলে শোনা যায় তিনি নাকি থরের হাতুড়ি উত্তোলন করবেন এ সিনেমায়। ক্রিশ্চিয়ান বেইল এ সিনেমার মাধ্যমে মার্ভেলের জনপ্রিয় এ ফ্র্যাঞ্চাইজে যোগ দেবেন।

ফ্যান্টাস্টিক বিস্টস: দ্য সিক্রেটস অব ডাম্বেলডোর

পরিচালক: ডেভিড ইয়েটস

চরিত্রায়ন: এডি রেডমায়েন, জুড ল, ম্যাজ মিকেলসন, এজরা মিলার

সম্ভাব্য মুক্তি: জুলাই ১৫, ২০২২

এ সিনেমার গল্প হ্যারি পটারের হগওয়ার্টস-এ ভর্তি হওয়ার কয়েক দশক আগের ঘটনা নিয়ে। এতে এভিল উইজার্ড হিসেবে দেখা যাবে হালের জনপ্রিয় অভিনেতা ম্যাজ মিকেলসেনকে।

মিশন: ইম্পসিবল ৭

পরিচালক: ক্রিস্টোফার ম্যাককোয়ারি

চরিত্রায়ন: টম ক্রুজ

সম্ভাব্য মুক্তি: সেপ্টেম্বর ৩০, ২০২২

দুর্দান্ত, চোখ ধাঁধানো সব স্ট্যান্ট দেখিয়ে ভিলেইনদের নাকের পানি চোখের পানি এক করতে মিশন ইম্পসিবল ফ্র্যাঞ্চাইজ-এর সপ্তম সিনেমা নিয়ে আসছেন টম ক্রুজ। গত দুইটি সিনেমার মতো এটা লেখা ও পরিচালনার দায়িত্ব ছিল ক্রিস্টোফার ম্যাককোয়ারি’র হাতে।

স্পাইডার-ম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার ভার্স (পার্ট ১)

পরিচালক: হোয়াকিম দোস সান্তোস

চরিত্রায়ন: শামেইক মুর, হাইলি স্টেইনফিল্ড, অস্কার আইজ্যাক, ইসা রে

সম্ভাব্য মুক্তি: অক্টোবর ৭, ২০২২

‘এর আগে স্পাইডার-ম্যান: ইনটু দ্য স্পাইডার-ভার্স’ অ্যানিমেটেড চলচ্চিত্রটি অস্কার জিতেছিল। মাইলস মোরালেস-এর চরিত্রে আগের মতোই কণ্ঠ দেবেন শামেইক মুর। এ বছরের অন্যতম প্রত্যাশিত অ্যানিমেটেড সিনেমা এটি।

আরও পড়ুন: ২০২২ সালে হলিউডে যেসব সিনেমা মুক্তি পাবে, শেষ পর্ব

রটেন টমেটোস অবলম্বনে।

চলবে...